বাগেরহাট জেলার মোরেলগঞ্জে একটি হিফযখানার পেছন থেকে হাসিবুল ইসলাম (১০) নামে এক মাদরাসা ছাত্রের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।৬ নভেম্বর, রোববার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত মাদরাসা ছাত্র হাসিবুল বারইখালী গ্রামের সোবাহন শেখের ছেলে।সে মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ রহমাতিয়া শিশু সদনের নাজারা বিভাগের ছাত্র ছিল।
হাসিবুলের সহপাঠি জিহাদ ও কাওছার আহমদ জানায়, রবিবার ফজরের নামাযের পর হাসিবুলের লাশ বাগানে পড়ে আছে বলে জানতে পারে তারা। তবে সে কীভাবে মারা গেছে এ ব্যাপারে তাদের কোনো জানা নেই।
হাসিবুলের মা তাছলিমা বেগম বলেন, ‘সকালে শুনি আমার ছেলের লাশ বাগানে।ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের কপালে আঘাতে গুরুতর জখম, পরনে লুঙ্গি নেই, জুতা দূরে ফেলানো।