লক্ষ্মীপুর জেলার রামগতিতে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে এক গৃহবধূকে (১৪) ধর্ষণের পর বেধম মারধর করার অভিযোগ ওঠেছে স্থানীয় ৪ বখাটের বিরুদ্ধে। ভুক্তভোগীকে মুমূর্ষুাবস্থায় সোমবার সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গভীর রাতে ধর্ষণ ও মারধরের শিকার হন ওই গৃজবধূ।
এ ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত বখাটে যুবক মিরাজকে (২৬) আজ দুপুরে আটক করলেও ঘটনার সঙ্গে জড়িত ওপর ৩ অভিযুক্তকে এখনো আটক করতে পারেনি।
জানাগেছে,আটকৃত মিরাজ একই গ্রামের নুর মুহাম্মদের ছেলে।বাকি তিনজনের পরিচয় এখনো মেলেনি। তবে থানায় মামলার প্রস্তুতিসহ তাদেরকে আটকের চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।