চট্টগ্রাম নগরী থেকে অপরিচিত (৩০) এক যুবকের নগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।১৮ নভেম্বর, শুক্রবার ভোরে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকার একটি ছড়া থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি আবুল কাসেম ইজহারে হককে বলেন, স্থানীয়দের কাছ থেকে এক যুবকের নগ্ন লাশ উদ্ধার করেছি। তবে তার শরীরে কোন আঘাতের খোঁজে পাওয়া যায়নি।তাকে হত্যা করা হয়েছে নাকি নিজেই মরেছে,তা এখন নিশ্চিত করা যাচ্ছে না।ময়না তদন্তের জন্য বর্তমানে তার লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।