শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানি রহ-এর খলিফা মাওলানা আব্দুল হালীম ইসলামাবাদী আর নেই।
চট্টগ্রামের লোহাগাড়ার নিজ এলাকায় বার্ধ্যক্য অবস্থায় বাড়িতে ছিলেন।
মাওলানা আব্দুল হালীম ইসলামাবাদী ছিলেন হযরত মাদানি রহ-র ৩৯তম খলিফা।
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদসহ দেশের বর্ষীয়ান আলেমগণ গভীর শোক জানিয়েছেন।
তারা বলেছেন, আল্লাহ তায়ালা হজরত মাওলানা আব্দুল হালীম ইসলামাবাদীকে মাগফিরাত দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, দারাজাত বুলন্দ করুন।