বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৭০ বছরের কুরআনের শিক্ষিকা ‘তানাজার আল নুজৌলি’’র ইন্তেকাল হয়েছে।
গত শনিবার, (৯ জানুয়ারি) তার ইন্তেকাল হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।তিনি ১৯২৪ সালে মিশরের ডেল্টা জেলার সামানউদ সেন্টারের একটি গ্রামে জন্মগ্রহণ করেন।
উল্লেখ্য,তানাজার একজন আদর্শ শিক্ষিকা ছিলেন।তার কুরআনের পাঠদান ছিল খুব গোছালো এবং উপভোগ্য।ফলে তার দারসে বসার জন্য,তার কাছ থেকে সনদ নেবার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কুরআন প্রেমিকরা এসে তার কাছে জড়ো হত।