সিলেটের কানাইঘাটে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনী পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ মস্তাক আহমদ পলাশ।
১২ জানুয়ারি, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সাতবাঁক ইউপি’র জুলাই মাঠে এ প্রদর্শনীটি তিনি পরির্দশন করেন। এ সময় গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম নিজাম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর শামীম কামরুল, উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছসহ বেশ কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন। জানা যায় বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কানাইঘাট উপজেলার বাস্তবায়নে সিলেট জেলার মধ্য এই প্রথম কানাইঘাটে ট্রে-তে বোরো ধানের বীজ তলা করা হয়েছে। এ চারাগুলো রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে রোপণ করা হবে এবং কম্পাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করা হবে। তবে এ প্রদর্শনীর চারা দিয়ে এখানকার ৬৮ জন কৃষকের ৫০ একর জমি রোপণ করা হবে।
আর এই ৫০ একর জমি রোপনের জন্য সাড়ে ৪ হাজার ট্রে-তে বীজবুনা হয়েছে। এদিকে উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ জানিয়েছেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকারের কঠোর পরিশ্রমে তারা এ পর্যন্ত এগিয়ে যেতে পেরেছেন। তিনি জানান তানভীর আহমদ সরকার প্রতিদিন এখানে এসে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়াও ইতিমধ্যে এ প্রদশনীটি পরিদর্শন করে গেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক একেএম মনিরুল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।