আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কানাইঘাট পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন
বর্তমান পৌর কাউন্সিলর,বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী শরীফুল হক।১০ জানুয়ারি, রবিবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।জানাগেছে, এবারের কানাইঘাট পৌরসভা নির্বাচনে তিনি বিএনপি থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী ।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।