দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ফাজিল চিশতে দুই মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই প্রাণ গেছে।
১১ জানুয়ারি,সোমবার দিবাগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন সিলেট নগরীর বনকলাপাড়ার বাসিন্দা সজিব (২৫) ও সুনামগঞ্জের দিরাই থানার বাসিন্দা লুৎফুর (২০)।
পরে রাত ১১ টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পরপরই নগরজুড়ে শুরু হয় উত্তেজনা।বিক্ষুব্ধ জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন ও ট্রাক ভাঙচুর করেন। এসময় তিনটি ট্রাকে অগ্নিসংযোগ এবং কয়েকটি ট্রাক ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।