প্রতি ভরিতে প্রায় দুই হাজার টাকা করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস সমিতি।১২ জানুয়ারি,মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
এর আগে গেল সপ্তাহে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন দেশের গহনা ব্যবসায়ীরা।
তখন সব ধরনের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা করে বাড়ানো হয়।
গত কাল রাতে বাজুসের ঘোষণানুযায়ী, ১৩ জানুয়ারি,বুধবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে।
২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকা করে। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৬০ হাজার ৭৬৯ টাকা করে। আর সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৬ টাকা করে।