সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’তে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় ইউপি কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হকের সভাপতিত্বে ও ইউপি বিট পুলিশিং অফিসার এসআই রনজিত দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য আলমাছ উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন, সহকারী বিট অফিসার এএসআই বিলাল হোসেন, ইউপি সদস্য সামছুল হক, মুজির উদ্দিন, আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ দুর্গম পাহাড়ী এই এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে স্থানীয় লোকজনের উদ্দ্যেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে তিনি কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন ওদের বেলায় কোন ধরনের ছাড় নেই। এ ছাড়াও তিনি সীমান্তে চোরাচালান রোধ সহ বাল্য বিবাহ ও ইভটিজিংয়েরকারীদের বিরুদ্ধে বক্তব্য রাখেন। পরিশেষে তিনি সার্বিক বিষয়ে থানা পুলিশকে সহযোগীতার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ এলাকাবাসীর প্রতি আহবান জানান।