জমিয়তে উলামা বাংলাদেশ আন্তর্জাতিক সমন্বয় শাখার কাউন্সিল অধিবেশন শীঘ্রই অনুষ্ঠিত হবে।
প্রবাসে অবস্থানরত সৎ,যোগ্য,কর্মট ও পরিশ্রমী দায়িত্বশীলগণকে নিয়ে একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হবে বলে ইজহারে হককে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ চতুলি।তিনি জানান, দলের আমীর আল্লামা দুর্লভপুরি হাফি. ও মহাসচিব মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলির নির্দেশ হলেই কাউন্সিলের তারিখ জানানো হবে সকলকে।
এদিকে আসন্ন কাউন্সিলকে ঘীরে ভার্চুয়ালি ব্যাপক প্রস্তুতি চলছে। কে হচ্ছেন নবকমিটির সভাপতি,মহাসচিব এ নিয়ে মানুষের মাঝে শুরু হয়েছে নানা কল্পনা জল্পনা।বিজ্ঞ মহলের ধারণা, এ কমিটি ঘোষণা হলে জমিয়তে উলামা বহির্বিশ্বে অনেকদূর এগিয়ে যাবে। হকের দাওয়াত পৌঁছে দিবে বিশ্বদরবারে।