গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৬০২ জন রোগির করোনা শনাক্ত হয়েছে।এই রিপোর্ট মতে আগের দিনের তুলনায় গেল ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমলেও বেড়েছে শনাক্ত সংখ্যা।
সোমবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উলেখ্য,২৫ জানুয়ারি,সোমবার পর্যন্ত দেশে ৫ লাখ ৩২ হাজার ৪০১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ হাজার ৪১ জনের মৃত্যু হয়েছে