দেশের সর্বজনশ্রদ্ধেও ব্যক্তিত্ব,হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরি হাফি. বলেছেন,ভারতকে আমরা বন্ধুরাষ্ট্র ভেবেছিলাম। আসলে ভারত আমাদের চরম শত্রু। বাংলাদেশে ভারতের হুকুমাত চলবে না।বাংলাদেশ তার স্বীয় স্বাধীনতা সংগ্রামের ভিত্তি ও সংবিধান অনুযায়ী চলবে। ভারতীয় সংবিধান এদেশে চলবে না।
২ এপ্রিল শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী ডাক বাংলো চত্বরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হযরত বাবুনগরি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এদেশের স্বাধীনতা রক্ষার্থে প্রয়োজনে আমরা জিহাদ করব। আমরা স্বাধীনতাবিরোধী নই। রাষ্ট্রক্ষমতা আমাদের আন্দোলনের লক্ষ্য নয়।’
তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করার একশ ভাগ অধিকার আছে যেকোনো নাগরিকের। আমাদেরও আছে। তারপরেও আমাদেরকে বাধা দেওয়া হলো কেন? ছাত্রদের প্রতিবাদ মিছিলে গুলি চালাবার কোনো অধিকার প্রশাসনের নেই। যারা বিনা উস্কানিতে ছাত্রদের মিছিলে গুলি চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
পরিকল্পিতভাবে মাদরাসা ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে দাবি করে শায়েখ বাবুনগরি বলেন,ছাত্ররা থানায় পাথর নিক্ষেক করে নি। এর কোনো প্রমাণও নেই। সেখানে আরও অনেক লোক ছিল। কিন্তু পুলিশ সরাসরি রাস্তায় নেমে ছাত্রদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে। পুলিশ কেন গুলি করল? এগুলো পরিকল্পিত চক্রান্ত। ময়দানে এগুলোর দাঁতভাঙা জবাব দেব।