একুশে বইমেলার শেষ প্রহরে এসে বইপ্রেমীরা পেল এক ঝটিকা ঘোষণা। মেলার শেষ দিকে নিয়মিত চমক সৃষ্টি করে এবারে বই আসছে দেশের সবচে’ আলোচিত ও সমালোচিত বক্তা ড. মিজানুর রহমান আজহারির প্রথম গ্রন্থ ‘ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’—।
বইটি গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত হচ্ছে। গত কাল (২ এপ্রিল) শুক্রবার মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেইজে এ ঘোষণা দেন। তিনি বলেন,’ নিজেকে বাংলা সাহিত্য দুনিয়ায় যুক্ত করতে পেরে ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত।’
ফেসবুকে আজহারির এ ঘোষণার পর পাঠকসমাজ ও তাঁর ভক্তবৃন্দদের চরম আনন্দ ও উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। ইতোমধ্যে বইটি ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে। আজহারি সমর্থকগণ তাদের ফেসবুক প্রোফাইল পিকচারে বইটিকে বেশ যত্নসহকারে ঠাঁই দিচ্ছেন। একদিকে বইটি নিয়ে যেমন আলোচনা চলেছে,অন্যদিকে সমালোচনারও কোনো কমতি নেই। কেউ কেউ বলছেন,আজহারি তাঁর ওয়াজে মানুষকে ইসলাম সম্পর্কে ভুল ম্যাসেজ দেন। আর তাঁর প্রকাশিতব্য বইটিও এসব ভুলসমূহেরই অংশ। তাই,বইটি পড়ে সাধারণ পাঠকমহল অসুস্থ হয়ে পড়বে।