দীর্ঘদিন রাশিয়ার ক্ষমতায় থাকতে চান পুতিন। তার সেই স্বপ্ন পূরণে সম্প্রতি একটি আইনে স্বাক্ষরও করেছেন তিনি। এর ফলে আগামী ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন পুতিন। খবর: রয়টার্সের।
গত কাল সোমবার ওই আইনে স্বাক্ষর করার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে নিশ্চিত করেছে রুশ সরকার। জানাগেছে, ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। তার আগেই ওই আইন চূড়ান্ত করে নিয়েছেন তিনি।
দেশটিতে একজন প্রেসিডেন্ট ৬ বছর ক্ষমতায় থাকতে পারেন। এই নতুন আইনের মাধ্যমে পুতিন আরও দুই মেয়াদ অর্থাৎ আরও ১২ বছর ক্ষমতা ধরে রাখতে পারবেন। আইনপ্রণেতারা এই আইনের প্রতি সমর্থন জানিয়েছেন।