কোভিড-১৯ করোনা নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজের সরকারি বাস ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন,বুধবার (আজ) সকাল ৬ টা থেকে দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচল শুরু হবে। ঢাকা,চট্রগ্রামসহ সব সিটি অঞ্চলে এ সেবা চালু থাকবে।