বিশিষ্ট কবি, সাংবাদিক ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবরের ইন্তেকাল হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন।
জানা যায়, গতকাল তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিলো। এরপর আনুমানিক রাত ৩ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে ছেলে তাওফিক আহমেদ গণমাধ্যমকে বলেন,জানাযার নামায আজ (৭ এপ্রিল) বাদ জোহর নারায়ণগঞ্জ বাসাবো দশেরমোড় মসজিদে অনুষ্ঠিত হবে।নিজ গ্রামেই তাঁকে দাফন করা হবে।
কবি মহিউদ্দিন আকবর একজন ছড়াকার, লেখক ও নজরুল গবেষক ছিলেন। তাঁর আরেকটি বড় পরিচয় হলো তিনি একজন মুক্তিযোদ্ধাও। মুক্তিযুদ্ধের একদম শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে তিনি তার আপন ভাই, চাচাসহ একাধিক আপনজনকে হারিয়েছেন।
সময়ের সেরা এই কবির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইজহারে হকের সহসম্পাদক কবি আবু তালহা রায়হান।
এক শোক বার্তায় তিনি বলেন,’কবি মহিউদ্দিন আকবর একজন সৎ ও সাহসী লেখক ছিলেন। তাঁর লেখালেখিতে সামাজিক অসঙ্গতিগুলো ফুটে ওঠতো।লেখালেখির মাধ্যমে তিনি অন্যায়-অবিচারের বিরোদ্ধে লড়েগেছেন আমরণ। তাঁর আকাল মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক।’