1. abutalha6256@gmail.com : abdul kadir : abdul kadir
  2. abutalha625616@gmail.com : abu talha : abu talha
  3. asadkanaighat@gmail.com : Asad Ahmed : Asad Ahmed
  4. izharehaq24@gmail.com : mzakir :
রবিবার, ২৫ জুলাই ২০২১, ০৩:১২ পূর্বাহ্ন

একচোখারা

জগলুল হায়দার
  • প্রকাশটাইম: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

 

এই করোনায় তালা যখন ইস্কুল কলেজ ভার্সিটিতে
বোট ক্লাবের দরজা তখন খোলা থাকে কার সিটিতে?
গভির রাতে ভোগবাদীদের এত্ত রকম আনাযানা
সোশ্যাল ডিস্টেন্স ভেঙে চলে নাচানাচি গানা, জানা।

সেইখানে কি হইল সেটা বললো না কেউ চারদিবসে
এই নিয়া তাই প্রশ্ন করে কলিকাতার আর্দি বোসে।
যাক তবু যা জানা গেলো পরীমনির জবানীতে
তার দায়টা প্রথম তোমরা কও তো কাকে কবা নিতে?

প্রথম দায় তো রাষ্ট্র নিবে এবং যতো এজেন্সিরা
ত্বহার গুমেই ঘুমে তারা; কইলো সিলাই- কে য্যান ছিঁড়া?
কইলো মানুষ আমজনতা এবং তো এই ছড়াকারও
সেসব ছড়া এতদিনেও হয়নি তাদের পড়া কারো!

আচ্ছা তবে বলছি আবার পরীমনির হতমানে
রাষ্ট্র তুমি নিজে জানো সত্যি তোমার কতো মানে?
তোমার মানে- জানে মালে থাকবে ভালো নাগরিকে
তার ভালাইয়ে রাষ্ট্রে এখন থাকছে তবে জাগরী কে?

কেউ থাকে না, না মিডিয়া, তারাও এখন চেতনাতে
হচ্ছে না হুঁশ কিন্তু তাদের আমজনতার এতো না তে।
হইত যদি কাজের বুয়া রহিমা বা করিমনই
বলতো এরা, বলছে যতো ভিক্টিম হওয়ায় পরীমনি?

পরীমনির কি হয়েছে নয় এখনো কিলিয়ারও
এই নিয়া সেই খবর আসেন ভালো কইরা গিলি আরো।
‘ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ’-এ দুইটাই কি চেষ্টা নাকি
অর্থে কেমন গোল বেঁধে যায়, যাচ্ছে সেটার রেশ টানা কি!

ত্বহার ইস্যুর ট্রিট্মেন্ট নাই পরীর ইস্যুর কাভারেজে
কিছুলোকে ক্যান হাসি দেয় বিষয় এটাও ভাবারো যে।
তা না ভেবে হা… হা… দাতার পিণ্ডি খালি চটকালে তো
এসব ইস্যু সল্ভ হবে না দেশের এমন হট কালে তো।

সব ইস্যুকে সমানভাবে না দেখিলে একচোখারা
বিবর্তনে হবে তারা একদিন ঠিক এক চোখ হারা।
পরীর এমন পরিণতি ত্বহার এমন বদদশাতে
এই ছড়াটায় ক্ষোভ ঝেড়েছি সন্ধ্যাবেলা অদ্য সাতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
copyright 2020:
Theme Customized BY MD MARUF ZAKIR