1. info@izharehaq.com : MZakir :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আহলে সুন্নতের ফিক্বাহ শাস্ত্রের ইমাম: ইসলামী আমলের ক্ষেত্রে বিদয়াতীদের চক্রান্ত আহলে সুন্নতের আক্বীদামতে মহানবীর মর্যাদা: অতি ভক্তি কিসের লক্ষণ রেজভীদের চক্রান্ত হুবহু ইবনে সাবার চক্রান্তের মত: রাসূলকে আলিমুল গাইব বলা সাবায়ী চক্রান্ত: আহলে সুন্নত ওয়াল জমা’ত সুবিন্যস্ত হওয়ার ইতিহাস কুরআন ও হাদীসের ভাষায় ছিরাতে মুস্তাক্বীম বা সোজা পথ: নবুওয়াত ও রিসালত: মওদুদীবাদ ইবাদত: মওদুদীবাদ কুরআন মাজীদ ও দ্বীনের সংরক্ষণ: কুরআন সংরক্ষণের অর্থ: কুরআন সংরক্ষণে খোদায়ী ব্যবস্থাপনা: মওদুদীবাদ দ্বীন কী? দ্বীনে নূহ: দ্বীনে ইব্রাহীম: দ্বীনে ইসমাঈল: দ্বীনে ইউসুফ: দ্বীনে মূসা: দ্বীনে ঈসা: মওদূদীবাদ মওদুদী সাহেবের শিক্ষা-দীক্ষার পরিধি গোয়েবলসীয় নীতি : হিটলারের ঐ মুখপাত্রও ”জামাত-শিবিরের মিথ্যাচারের কাছে হার মানায়”: পর্ব ১ ইক্বামাতে দ্বীনের তাৎপর্য এবং বাতিলপন্থীদের বিকৃত ব্যাখ্যা সাহাবাগণ রাঃ সত্যের মাপকাঠি এবং তাদের ইজমা সর্বসিদ্ধান্ত মতে শরীয়তের দলীল সাহাবা রাঃ গণ সত্যের মাপকাঠি খোলাফায়ে রাশেদীনগণের সোনালী আদর্শ সর্বসম্মতিক্রমে শরিয়তের দলীল শায়খ আলিমুদ্দীন দুর্লভপুরী”র ঐতিহাসিক ও তাত্বিক বক্তব্য: “তাঁরাই সত্যের মাপকাঠি” শায়খ আলিমুদ্দীন দুর্লভপুরী”র ঐতিহাসিক ও তাত্বিক বক্তব্য: সাহাবায়ে কেরাম “সত্যের মাপকাঠি: মিয়ারে হক: সত্যের মাপকাঠি: কুরআন-হাদীস এবং মওদূদী সাহিত্যের আলোকে: পর্ব-৬ মিয়ারে হক: সত্যের মাপকাঠি: কুরআন-হাদীস এবং মওদূদী সাহিত্যের আলোকে: পর্ব-৫ মিয়ারে হক: সত্যের মাপকাঠি: কুরআন-হাদীস এবং মওদূদী সাহিত্যের আলোকে: পর্ব-৪

বাতিল কত প্রকার ও কি কি?

নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাতিল কত প্রকার ও কি কি?

বাতিল কি, বাতিলের পরিচয় কি, বাতিলের রূপরেখা কি, কিভাবে তারা হকের উপর আক্রমণ করছে, কোন্ পথে তাদের আগমন এবং কোন্ পথে তাদের প্রস্থান প্রভৃতি বিষয় সম্পর্কে সম্যক ও সার্বিক উপলব্ধি থাকা হকপন্থী প্রতিটি ব্যক্তির জন্যে একান্তভাবে অপরিহার্য। অন্যথায় হকের উপর চলা কোনক্রমেই সম্ভব নয়। হক ও বাতিলের এ দ্বন্দ্বমুখর পৃথিবীতে উল্লিখিত বিষয়গুলো সম্বন্ধে সুস্পষ্ট ধারণা না থাকার কারণেই আজ আমাদের অনেকের পক্ষে ইচ্ছা থাকা সত্ত্বেও যথাযথ ও পূর্ণাঙ্গভাবে হকের উপর চলা সম্ভব হয়ে উঠছে না।

অতএব, এ সত্যটির প্রতি অবহেলা প্রদর্শন করা আর আমাদের জন্য সমীচীন নয়। কারণ, অতীত অবহেলার খেসারতও আমাদের উপর কম আসেনি এবং বর্তমানেও এ অভিশাপ থেকে আমরা মুক্ত নই।

এহেন অবক্ষয় ও বাতিলী আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বাতিল কত প্রকার ও কি কি সে সম্পর্কে আমাদের অবহিত হওয়া দরকার।

কুরআন ঘোষিত, নবী নির্দেশিত, সাহাবী বাস্তবায়িত, সলফে সালিহীন তথা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসৃত আকীদা পথ ও মতের পরিপন্থী প্রতিটি ব্যক্তি ও জামাআতই হল বাতিল। এরাই হল মূলত মুসলমানদের শত্রু।

 

সাধারণত বাতিল দুই প্রকার

মৌলিকভাবে বর্তমান বিশ্বে দুই ধরনের বাতিল আমাদের সামনে বিদ্যমান। এদের কেউ তো হক ও হক্কানিয়াতের উপর প্রত্যক্ষ আক্রমণ করছে, আর কেউ আক্রমণ করছে অত্যন্ত পরোক্ষভাবে। এদের মধ্যে পরস্পরে বাহ্যিক পার্থক্য পরিলক্ষিত হলেও উভয় দলের লক্ষ্য হল এক ও অভিন্ন। একটি দল বাহ্যত ও প্রকাশ্যেই ইসলামবিরুদ্ধ শক্তি হিসাবে চিহ্নিত, আর একটি দল হল তারা, যারা ইসলামের মুখোশ এঁটে ইসলামের বিরোধিতা করছে। বর্তমান বিশ্বে স্পষ্টত ইসলামবিরোধী শক্তিসমূহের মাধ্যমে মৌলিকভাবে তিনটি দর্শনই গোটা পৃথিবীকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করছে।

১. ডারউইনের সার্ভাইবেল অব দি ফিটেস্ট বা শক্তিমানেরই টিকে থাকার

মতবাদ।

২. ফ্রয়েডের যৌনবাদ ।

৩. কালমার্কসের বৈজ্ঞানিক সাম্যবাদ । হকের মুখোশ এঁটে যারা নিজেদেরকে ইসলামপন্থী বলে পরিচয় দিচ্ছে এবং সরলমনা মুসলমানদেরকে বিভ্রান্ত করছে মোটামুটিভাবে তারা পাঁচ

দলে বিভক্ত।

১. শরীআ মতাদর্শ।

২. কাদিয়ানী মতবাদ ।

৩. ইনকারে হাদীসের ফিতনা।

৪. বিদআতী সয়লাব।

৫. মওদুদী ফিতনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো
© All rights reserved © 2019 www.izharehaq.com
Theme Customized BY Md Maruf Zakir