1. info@izharehaq.com : MZakir :
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ উন্মোচন (মওদূদী মতবাদ) আহলে সুন্নতের ফিক্বাহ শাস্ত্রের ইমাম: ইসলামী আমলের ক্ষেত্রে বিদয়াতীদের চক্রান্ত আহলে সুন্নতের আক্বীদামতে মহানবীর মর্যাদা: অতি ভক্তি কিসের লক্ষণ রেজভীদের চক্রান্ত হুবহু ইবনে সাবার চক্রান্তের মত: রাসূলকে আলিমুল গাইব বলা সাবায়ী চক্রান্ত: আহলে সুন্নত ওয়াল জমা’ত সুবিন্যস্ত হওয়ার ইতিহাস কুরআন ও হাদীসের ভাষায় ছিরাতে মুস্তাক্বীম বা সোজা পথ: নবুওয়াত ও রিসালত: মওদুদীবাদ ইবাদত: মওদুদীবাদ কুরআন মাজীদ ও দ্বীনের সংরক্ষণ: কুরআন সংরক্ষণের অর্থ: কুরআন সংরক্ষণে খোদায়ী ব্যবস্থাপনা: মওদুদীবাদ দ্বীন কী? দ্বীনে নূহ: দ্বীনে ইব্রাহীম: দ্বীনে ইসমাঈল: দ্বীনে ইউসুফ: দ্বীনে মূসা: দ্বীনে ঈসা: মওদূদীবাদ মওদুদী সাহেবের শিক্ষা-দীক্ষার পরিধি গোয়েবলসীয় নীতি : হিটলারের ঐ মুখপাত্রও ”জামাত-শিবিরের মিথ্যাচারের কাছে হার মানায়”: পর্ব ১ ইক্বামাতে দ্বীনের তাৎপর্য এবং বাতিলপন্থীদের বিকৃত ব্যাখ্যা সাহাবাগণ রাঃ সত্যের মাপকাঠি এবং তাদের ইজমা সর্বসিদ্ধান্ত মতে শরীয়তের দলীল সাহাবা রাঃ গণ সত্যের মাপকাঠি খোলাফায়ে রাশেদীনগণের সোনালী আদর্শ সর্বসম্মতিক্রমে শরিয়তের দলীল শায়খ আলিমুদ্দীন দুর্লভপুরী”র ঐতিহাসিক ও তাত্বিক বক্তব্য: “তাঁরাই সত্যের মাপকাঠি” শায়খ আলিমুদ্দীন দুর্লভপুরী”র ঐতিহাসিক ও তাত্বিক বক্তব্য: সাহাবায়ে কেরাম “সত্যের মাপকাঠি: মিয়ারে হক: সত্যের মাপকাঠি: কুরআন-হাদীস এবং মওদূদী সাহিত্যের আলোকে: পর্ব-৬ মিয়ারে হক: সত্যের মাপকাঠি: কুরআন-হাদীস এবং মওদূদী সাহিত্যের আলোকে: পর্ব-৫

দ্বীন কী? দ্বীনে নূহ: দ্বীনে ইব্রাহীম: দ্বীনে ইসমাঈল: দ্বীনে ইউসুফ: দ্বীনে মূসা: দ্বীনে ঈসা: মওদূদীবাদ

মাওলানা উবায়দুল্লাহ ফারূক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে
বিসমিল্লাহির রাহমানির রাহীম

দ্বীন কী?
(কুরআন-সুন্নাহর আলোকে)

মহান স্রষ্টা আল্লাহ্ তা’য়ালার সৃষ্টি ধারার রীতি অনুযায়ী এ পৃথিবীতে মানুষ জন্ম লাভ করে। মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সে দেখতে পায় এক বিশাল জগত। চিৎকার করে, স্বাধীনভাবে হাত-পা ছুড়ে শিশু মানব তার পরিপূর্ণ অস্তিত্বের ঘোষণা দেয়। তখন সে জানেনা কেন এই সুন্দর বসুন্ধরায় আগমন করেছে সে? কে তাকে পাঠিয়েছে? কে তাঁর সৃষ্টিকর্তা? কোন্ উদ্দেশ্যে তাকে এই ক্ষণস্থায়ী মাটির ধরায় পাঠানো হয়েছে?
কিন্তু একটু একটু করে যখন শিশু মানব বড় হতে থাকে, ক্রমান্বয়ে যখন তার জ্ঞান ও বুদ্ধিমত্তা পূর্ণতা এবং গ্রহণযোগ্য ও পরিপক্কতা লাভ করে, তখন সে প্রকৃতিগতভাবেই আপন অস্তিত্ব সম্পর্কে ভাবতে শিখে। তার চতুর্পার্শ্বে ছড়িয়ে থাকা শত কোটি নেয়ামত যখন তার দৃষ্টিগোচর হয়, তখন নিজের অজান্তেই তার কৌতূহলী মনে প্রশ্ন জাগে।
১. আমাকে, আমার পিতা-মাতাকে, আমার আত্মীয়-স্বজনকে, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে তথা সকল জীব ও সৃষ্টজগত সমূহকে কে সৃষ্টি করেছে? আমার হাত, পা, নাক, কান, মুখ, জিহবা, হৃদয়, মন-মগজ, মেধা, বুদ্ধিমত্তা এবং সুগঠিত ও সামঞ্জস্যপূর্ণ এই অবয়ব কে দান করেছে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, পাহাড়, পর্বত, বাগ-বাগিচা, খাল-বিল, নদী-নালা, হ্রদ, সাগর ও উদ্ভিদ জগত কে সৃজন করেছে? এই নেয়ামতরাজির স্রষ্টা কে? তার পরিচয় কি? আল্লাহর পক্ষ থেকে লক্ষাধিক নবী-রাসূলগণ পৃথিবী বাসী মানবমণ্ডলীকে আল্লাহ তাআলার পরিচিতি প্রদান করেছেন। আল্লাহর এই পরিচয় জানা ও তা মেনে নেয়ার নাম ঈমান।
২. আল্লাহর পরিচয় জানার সাথে সাথে মানুষের মনে দ্বিতীয় প্রশ্ন সৃষ্টি হয় যে, এরূপ মহানুভব উদার দাতার সাথে কি করে স্থায়ী সম্পর্ক স্থাপন করা যায়? আম্বিয়ায়ে ইযাম সেই মহানুভব স্বত্ত্বার সাথে স্থায়ী সম্পর্ক গড়ার পথও দেখিয়েছেন। এবং তার পন্থা-পদ্ধতি বর্ণনা করেছেন। যার নাম ইবাদত।
৩. এ পৃথিবীতে পদার্পণ করার পর মানুষের মনে তৃতীয় একটি প্রশ্নেরও উদ্রেক হয়ঃ তাহলো, আমার চতুর্পার্শ্বে আমারই মত অসংখ্য মানুষ ও প্রাণীকুল বিদ্যমান। বিভিন্ন জাতির, বিভিন্ন বংশের, বিভিন্ন বর্ণ ও রঙের, বিভিন্ন দেশ ও এলাকার এই অসংখ্য মানব ও প্রাণীকুলের সাথে আমি কেমন ব্যবহার করবো? তাদের প্রতি আমার আচরণ কেমন হবে? কি করে আমাদের মাঝে হৃদ্যতা, সম্প্রীতি, ভালবাসা গড়ে উঠবে? কি করে আমাদের পরস্পরের স্বার্থ রক্ষা হবে? যুগে যুগে নবী-রাসূলগণ এই তৃতীয় প্রশ্নের জবাবে যে সমাধান বা শিক্ষা জগতবাসীর সামনে পেশ করেছেন তা হলো-আখলাক।
উল্লেখিত এই তিনটি প্রশ্ন যথাঃ (১) মানুষ তথা সৃষ্টিকূল এবং সমগ্র পৃথিবীর সবকিছুর স্রষ্টার পরিচয় কি? (২) তার সাথে আমাদের স্থায়ী সম্পর্ক গড়ার পদ্ধতি কি? এবং (৩) মানবজাতি তথা প্রাণীকুলের সাথে পরস্পরের আচরণ পদ্ধতি কেমন হবে? এসবের সমাধান হিসেবে বর্ণিত ঈমান, ইবাদত ও আল্লাকের সমন্বিত রূপের নাম ‘দ্বীনে ইসলাম’।
অবশ্য ‘দ্বীনে’ ইসলামের এই তিনটি মৌলিক শাখার প্রত্যেকটিই সমমর্যাদার অধিকারী নয়। বরং ঈমান এর অবস্থান প্রথম স্থানে এবং সর্বোচ্চে। এই ঈমান এর উপর ইবাদত ও আখলাক এর গ্রহণযোগ্যতা নির্ভরশীল। ঈমানহীন ইবাদত ও আখলাকের কোন মূল্য বা গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয় অবস্থানে অধিষ্ঠিত ইবাদত, আর তৃতীয় স্থান হলো আখলাকের, আর এই তিনটিরই রয়েছে বহু শাখা-প্রশাখা। সকল নবী-রাসূলগণ এরূপ দ্বীনেরই শিক্ষা দিয়েছেন, এরূপ দ্বীনেরই প্রচার ও প্রতিষ্ঠা করেছেন।
মৌলিকভাবে সকল নবী ও রাসূলগণের আনিত দ্বীন এক ও অভিন্ন। ঈমান, ইবাদত ও আখলাক এই তিনের দাওয়াত ও তা’লীমই নবী-রাসূল
প্রেরণের মূল উদ্দেশ্য। সকল যুগের নবী-রাসূলগণ এহেন সংজ্ঞায়িত দ্বীন
নিয়েই আগমন করেছিলেন এই ধূলির ধরায়। এরূপ দ্বীনেরই দাওয়াত ও পয়গাম পৌছে দিয়ে গেছেন তাঁরা আপন আপন নবুওয়াতের যুগে, আপন আপন উম্মতের কাছে। মৌলিক দ্বীনের মাঝে কখনও কোন তারতম্য করা হয়নি। এ বিষয়ে কোন মতানৈক্যও নেই। অবশ্য বিভিন্ন যুগে বিভিন্ন নবীর আমলে দ্বীন এর এই তিন মৌল শাখার মাঝে আকৃতি ও প্রকৃতিগত ভিন্নতা দেখা গেছে।
পরবর্তী প্রত্যেক নবীর যুগেই এইসব মূলনীতির সুস্পষ্ট ব্যাখ্যা এবং শাখা-প্রশাখার পরিধি বিস্তৃত হয়েছে, সমৃদ্ধশালী হয়েছে। অবশেষে শেষ নবী ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে এই ধারা পূর্ণতা লাভ করেছে। এখন আর এর মাঝে সংযোজন- বিয়োজনের কোন অবকাশ নেই।
‘মূল দ্বীন এক ও অভিন্ন’ এ আমাদের মনগড়া দাবী নয়। বরং কুরআনুল কারীমের বহুসংখ্যক আয়াত এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বাণীতেই তা বর্ণনা করা হয়েছে। যেমনঃ এ পর্যন্ত নাযিলকৃত সকল আসমানী কিতাবের অনুসারীদেরকে মৌলিক অর্থে ‘এক ও অভিন্ন’ ঘোষণা করে মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ করেছেন-
إِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَ أَنَا رَبُّكُمْ فَاعْبُدُونِ
‘এই যে তোমরা বিভিন্ন উম্মত, (মুমিন জাতি) মূলতঃ তোমরা একই জাতি, আর আমি (আল্লাহ) তোমাদের সকলের প্রতিপালক। সুতরাং তোমরা একমাত্র আমারই ইবাদত কর’। (সূরা আম্বিয়া, আয়াতঃ৯২) রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
إِنَّا مَعَاشِرَ الْأَنْبِيَاءِ دِينُنَا وَاحِدٌ
‘আমরা নবী সম্প্রদায়, আমাদের দ্বীন এক ও অভিন্ন।’
অন্যত্র ইরশাদ হয়েছে-
الْأَنْبِيَاءِ بَنُوا الْعَلَاتِ أَبُوهُمْ وَاحِدٌ وَأُمَّهَاتُهُمْ شَتَّى
‘সকল নবী-রাসূলগণ পরস্পরে বৈমাত্রেয় ভাইয়ের মত। তাঁদের সকলের পিতা এক, তবে মাতা ভিন্ন ভিন্ন, অর্থাৎ তাঁদের সকলের মৌলিক দ্বীন এক ও অভিন্ন। তবে প্রত্যেকের শরীয়তগত বিধান পদ্ধতি ভিন্ন।’
হযরত নূহ (আ.)-এর প্রতি আল্লাহ তা’য়ালা যে দ্বীন অবতীর্ণ করেছিলেন অন্যান্য নবীগণের প্রতিও মৌলিকভাবে সে দ্বীনই নাযিল করেছেন। এ প্রসঙ্গে সূরা শুরার ১৩ নম্বর আয়াতে দ্বীনের মৌল পরিচিতি প্রদান করে আল্লাহ তা’য়ালা ইরশাদ করেছেন-
شَرَعَ لَكُمْ مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَ عِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ
তিনি (আল্লাহ তা’য়ালা) তোমাদের জন্য (উম্মতে মুহাম্মাদীর জন্য) বিধিবদ্ধ করেছেন সেই দ্বীন যার প্রতিপালনের নির্দেশ দিয়েছেন তিনি নূহকে। আর যা কিছু প্রত্যাদেশ করেছি আপনার প্রতি (হে মুহাম্মাদ) এবং যা কিছুর (যে দ্বীনের) নির্দেশ করেছি আমি ইব্রাহীম, মুসা এবং ঈসা এর প্রতি, তাহলো ‘তোমরা দ্বীন কায়েম রাখো’। (সূরা শুরা, আয়াতঃ১৩)
পাঠকবৃন্দ। এবার আসুন আমরা উপরোল্লেখিত আম্বিয়ায়ে কেরামের দ্বীনের দিকে দৃষ্টিপাত করে দেখি তাঁদের দ্বীন কি ছিল! আর তাঁরা কেমন করে ইক্বামতে দ্বীনের (দ্বীন প্রতিষ্ঠার) দায়িত্ব পালন করেছেন!

দ্বীনে নূহ
নূহ (আ.)-এর আনিত দ্বীন সম্পর্কে আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন-
إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنْذِرِ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ قَالَ يُقَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُّبِينٌ
أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَ أَطِيعُونِ –
আমি নূহকে তাঁর জাতির কাছে এই নির্দেশসহ প্রেরণ করেছিলাম যে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর, তাদের প্রতি আযাব অবতীর্ণ হওয়ার পূর্বেই। অতঃপর নূহ তার ক্বওমকে ডেকে বললেন- হে আমার কুওম: আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। তোমরা এক আল্লাহর ইবাদত কর এবং তাঁকে ভয় কর এবং আমার আনুগত্য কর। (সূরা নূহ, আয়াতঃ১)
অন্যত্র ইরশাদ হয়েছে-
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا –
নূহ তাঁর কুওমকে বললেনঃ আমি বলছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে (তোমাদের অপরাধের জন্য) ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। (সূরা নূহ, আয়াতঃ১০)
এক আল্লাহর ইবাদত করার আদেশের বিরুদ্ধাচারণ করে নূহ (আ.)-এর কৃওমের নেতৃস্থানীয়রা অন্যদেরকে বললোঃ
وَقَالُوا لَا تَذَرُنَّ الهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَ لَا سُوَاعًا
وَلَا يَغُونَ وَ يَعُوقَ وَ نَسْرًا –
তোমরা তোমাদের পূজনীয় মূর্তি (দেব দেবী) গুলোর পূজা পরিত্যাগ করবে না। তোমরা তোমাদের মাবুদ ওয়াদ্দ, ছুআ’, ইয়াগুছ, ইয়াউকু ও নাসরকে পরিত্যাগ করো না। (সূরা নূহ, আয়াতঃ২৩)
উপরোক্ত আয়াত সমূহে নূহ (আ.)-এর আনিত দ্বীন এর বিস্তারিত পরিচয় প্রদান করা হয়েছে। যাতে মূর্তিপূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত, ইস্তেগফার (অপরাধের জন্য ক্ষমা চাওয়া) এবং হযরত নূহের রিসালাতকে মেনে নেয়াকেই দ্বীন বলা হয়েছে। এই দ্বীন পালন না করার কারণেই নূহ (আ.) তাঁর বিরুদ্ধাচারণকারী কৃওমকে ধ্বংস করে দিতে আল্লাহর কাছে আবেদন করেছেন। যেমন ইরশাদ হয়েছেঃ
وَقَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرُ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا إِنَّكَ إِنْ تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلَا يَلِدُوا إِلَّا
فَاجِرًا كَفَّارًا –
এখানে লক্ষণীয় বিষয় এই যে, উপরোক্ত আয়াতসমূহে নূহ (আ.)-এর প্রতি কোন রাজনৈতিক বিধান বা সরকার গঠনের নির্দেশ আরোপ করা হয়নি এবং রাষ্ট্র কায়েম না করার কারণে নূহ (আ.) তার কুওমকে ধ্বংস করার বদদোয়া করেননি। বরং আল্লাহকে বাদ দিয়ে মূর্তির উপাসনা করা এবং নূহ (আ.) কে রাসূল বলে স্বীকার না করার কারণে তাদের ধ্বংসের জন্য আবেদন করেছেন।

দ্বীনে ইব্রাহীম
“সূরা শুরায়” একই সাথে বেশ কিছু নবীদের প্রতি যে মৌলিক দ্বীন বিধিবদ্ধ করার কথা বলা হয়েছে তার মাঝে মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.)-এর দ্বীনের কথাও উল্লেখ করা হয়েছে। ঐ দ্বীনের ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন আয়াতে। যেমনঃ সূরা মায়ামে ইরশাদ হয়েছেঃ
إِذْ قَالَ لِأَبِيهِ يَا أَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ
وَلَا يُغْنِي عَنْكَ شَيْئًا –
যখন ইব্রাহীম তাঁর (মূর্তিপূজারী) পিতাকে বললেনঃ যে বস্তু কিছুই দেখেনা, শোনেনা এবং আপনার কোন কাজে আসে না এমন বস্তুর ইবাদত আপনি কেন করেন? (সূরা মারয়াম, আয়াত ৪২)
হযরত ইব্রাহীম (আ.) আরো বললেনঃ
وَاعْتَزِلُكُمْ وَ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ وَادْعُو رَبِّي
আমি (ইব্রাহীম) তোমাদের (মুশরিকদের) এবং তোমরা যাদের পূজা কর তাদের থেকে পৃথক হয়ে যাচ্ছি এবং আমি একমাত্র আমার প্রতিপালকের ইবাদত করবো। (সূরা মরয়াম, আয়তঃ৪৮)
অন্যত্র ইরশাদ হয়েছে-
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هُذَا الْبَلَدَ آمِنًا
وَاجْنُبْنِي وَ بَنِيَّ أَنْ تَعْبُدَ الْأَصْنَامَ
– ‘স্মরণ কর যখন ইব্রাহীম বলেছিলেন, হে আমার প্রতিপালক! এই নগরীকে নিরাপদ করো এবং আমাকে ও আমার পুত্রগণকে মূর্তি পূজা থেকে দুরে রাখো। (সূরা ইব্রাহীম, আয়াতঃ৩৫)
হযরত ইব্রাহীম (আ.) হযরত ইসমাঈল (আ.) কে মক্কা মুকাররমায় রেখে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করলেন,
رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلوةَ
‘হে আমার রব! আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট। হে আমাদের রব! এই জন্য যে, তারা যেন সালাত কায়েম করে। (সূরা ইবরাহীম, আয়াতঃ৩৭)
হযরত ইব্রাহীম (আ.) সর্বোচ্চ দ্বীনদারীর দোয়া এইভাবে করেন,
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلُوةِ وَمِنْ ذُرِّيَّتِي
‘হে আমার রব! আমাকে সালাত কায়েমকারী কর এবং আমার পরিবার-পরিজনকেও। (সূরা ইব্রাহীম, আয়াতঃ৪০)
অন্যত্র ইরশাদ হয়েছে-
وَ عَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ للطَّائِفِينَ وَ الْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ –
‘এবং আমি ইব্‌রাহীম ও ইসমাঈলকে তাওয়াফকারী, ইতিকাফকারী রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে (কাবা শরীফকে) পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম। (সূরা বাকারা, আয়াতঃ ১২৫)
উপরে উল্লেখিত আয়াতসমূহ দ্বারা পরিস্কারভাবে প্রমাণিত হলো যে, ইব্রাহীম (আ.)-এর দ্বীন বলতে মূর্তিপূজা তথা শিরক ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, নামায, হজ্জ, কুরবানী, ইতিকাফ ইত্যাদি আদায় করাকে বুঝানো হয়েছে। দ্বীনে ইব্রাহীমে হুকুমত কায়েম করার কোন আদেশ ছিলো না অথবা তিনি হুকুমতের জন্যে কোন চেষ্টাও করেননি।

দ্বীনে ইসমাঈল
এ প্রসঙ্গে কুরআনুল কারীমে স্বয়ং আল্লাহ তা’য়ালা ইরশাদ করেছেনঃ
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَّبِيًّا وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلُوةِ وَالزَّكُوةِ
وَكَانَ عِنْدَ رَبِّهِ مَرْضِيًّا –
‘স্মরণ কর এই কিতাবে উল্লেখিত ইসমাঈল এর কথা। প্রতিশ্রুতি পালনে তিনি ছিলেন সত্যবাদী (সত্যাশ্রয়ী)। আর তিনি ছিলেন নবী এবং রাসূল। তিনি তাঁর পরিবার-পরিজন আর অধীনস্তদের নামায ও যাকাত আদায় করতে আদেশ করতেন, আর তিনি ছিলেন তাঁর প্রতিপালকের সন্তোষভাজন।’ (সূরা মারয়াম, আয়াতঃ৫৫)

দ্বীনে ইউসুফ
ইউসুফ (আ.) জেলখানায় অবস্থানকালে তাওহীদ পরিত্যাগকারীদের উদ্দেশ্যে বললেনঃ
يَا صَاحِبَي السِّجْنِ أَ أَرْبَابٌ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاء سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَائِكُمْ مَّا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ذَالِكَ الدِّينُ
الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
হে কারাগারের সঙ্গীরা পৃথক পৃথক অনেক উপাস্য ভাল না
পরাক্রমশালী এক আল্লাহ? ‘তোমরা তোমাদের মনগড়া কতগুলো নামের পূজা করছো অথচ এর বৈধতা সম্পর্কে আল্লাহ তা’য়ালা কোন সনদ প্রদান করেননি। শোন, বিধান প্রবর্তনের অধিকার একমাত্র আল্লাহর। তিনি (আল্লাহ) একমাত্র তাঁরই ইবাদত করতে তোমাদের আদেশ করেছেন। মনে রাখবে এ-ই হলো সঠিক দ্বীন। কিন্তু অধিকাংশ মানুষ এই সত্যে অবগত নয়। (সূরা ইউসুফ, আয়াতঃ৩৯-৪০)
উল্লেখ্য যে, হযরত ইসমাঈল (আ.) সম্পর্কিত এইসব আয়াতে ওয়াদা পালনে সত্যবাদিতা, অধীনস্তদের নামায ও যাকাত আদায় করতে আদেশ দেয়া ইত্যাদিকে আল্লাহ তা’য়ালার সন্তোষভাজন হওয়ার কারণ বলা হয়েছে। যা দ্বীন পালনের বহিঃপ্রকাশ। এখানেও হযরত ইউসুফ (আ.) জেলের সাথীদেরকে মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর উপাসনার দাওয়াত দিয়েছেন। এবং এসবকেই দ্বীন বলা হয়েছে।

দ্বীনে মূসা
এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামীন (যিনি দ্বীনের একমাত্র প্রবর্তক)
কুরআনে কারীমে বনু ইসরাঈলের ঘটনা উল্লেখ করে বলেছেনঃ
إنِّي مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمُ الصَّلوةَ وَأَتَيْتُمُ الزَّكُوةَ وَ آمَنْتُمْ بِرُسُلِي وَعَزَّرُ تُمُوهُمْ وَ أَقْرَضْتُمُ اللَّهَ قَرْضًا حَسَنًا لَا كَفِّرَنَّ عَنْكُمْ سَيِّاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ فَمَنْ كَفَرَ بَعْدَ ذَالِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ
السبيل –
“আমি সর্বদা তোমাদের সাথে আছি, যদি তোমরা নামায কায়েম কর, যাকাত প্রদান কর, আমার প্রেরিত রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের যথাযথ সম্মান কর এবং আল্লাহ তায়ালাকে করযে হাসানা প্রদান কর, তাহলে নিশ্চয়ই আমি তোমাদের গোণাহ (পূর্বকৃত অপরাধ) সমূহ ক্ষমা করে দেব এবং তোমাদের সেই জান্নাতসমূহে (সুখময় উদ্যানে) প্রবিষ্ট করাব যার পাদদেশে প্রস্রবণ প্রবহমান। এ আদেশসমূহ প্রদান করার পর যারা তা পালনে অস্বীকার করবে, তারা নিশ্চয়ই পথভ্রষ্ট হবে”। (সূরা মায়িদা, আয়াতঃ১২)
অন্যত্র আরো ইরশাদ হয়েছেঃ
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى
وَالْمَسْكِينِ وَ قُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلوةَ وأتُوا الزَّكَوةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِّنْكُمْ وَأَنتُمُ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ مُعْرِضُونَ دِمَاءَ كُمْ وَ لَا تُخْرِجُونَ أَنْفُسَكُمْ مِّنْ دِيَارِكُمْ
“স্মরণ কর, হে বর্তমান পৃথিবীবাসী। সেই ঘটনাঃ যখন আমি ইসরাঈলী সম্প্রদায় থেকে এই মর্মে অঙ্গীকার নিলাম যে, তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। আর সদাচরণ করবে পিতা-মাতা, নিকটতম আত্মীয়-স্বজন, ইয়াতীম ও মিসকীনদের সাথে। আর সকল মানুষের সাথে কথা বলবে সুন্দরভাবে। এ ছাড়া তোমরা যথাযথভাবে নামায আদায় করবে, যাকাত প্রদান করবে। তখন সামান্য কয়েক জন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমরাই অগ্রাহ্যকারী। …….. সেই ঘটনাও স্মরণযোগ্য যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে, তোমরা পরস্পরে অন্যায় ভাবে রক্তপাত করবে না এবং তোমরা একে অপরকে তোমাদের ঘর (আবাসস্থল) থেকে বের করে দেবে না।” (সূরা বাকারা, আয়াতঃ৮৩-৮৪)
সুরা আ’লায়ে ইরশাদ হয়েছে
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى – وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى – بَلْ تُؤْثِرُونَ الْحَيَوةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَابْقَى – إِنَّ هذَا لَفِي الصُّحُفِ الأولى – صُحُفِ ابْرَهِيمَ وَمُوسَى
“নিশ্চয়ই সফলতা অর্জন করে সেই ব্যক্তি যে আত্মশুদ্ধি লাভ করে ও তার প্রতিপালক আল্লাহর নাম স্মরণ করে (তার প্রতি বিশ্বাস স্থাপন করে) অতঃপর নামায আদায় করে। কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে বসে আছো অথচ আখেরাতের জীবনই উত্তম এবং স্থায়ী। (সফলতার) এহেন দিক নির্দেশনা রয়েছে পূর্ববর্তী আসমানী গ্রন্থসমূহে। বিশেষতঃ ইব্রাহীম ও মূসা এর ছহীফার মাঝে। (সুরা আ’লা, আয়াতঃ ১৪-১৯)
উল্লেখ্য যে, উপরে বর্ণিত সূরা ময়েদার আয়াতে আল্লাহ তা’য়ালা বনু ইসরাঈলকে জান্নাতে দাখেল করানোর জন্য যেসব পূর্বশর্ত পালন অপরিহার্য করেছেন তাহলোঃ নামায আদায়, যাকাত প্রদান, রাসূলগণের প্রতি ঈমান আনয়ন, নবী-রাসূলগণের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, আল্লাহকে উত্তম ঋণ প্রদান (অর্থাৎ আল্লাহর রাহে ব্যয় করা) ইত্যাদি। এখানে দ্বীনের মৌলিক দুই অঙ্গ, ঈমান ও ইবাদতের বর্ণনা দেয়া হয়েছে। আর দ্বীনের অপর মূল অঙ্গ আখলাক (মাখলুকের হক) বাস্তবায়নের আদেশ করা হয়েছে-ঐ বনু ইসরাঈলকেই, সূরা বাক্বারার উল্লেখিত আয়াতসমূহে। সেখানে প্রথমে একমাত্র আল্লাহর ইবাদত করতে নির্দেশ দেয়ার পর বলা হয়েছেঃ তোমরা পিতা-মাতার সাথে, নিকটতম আত্মীয়-স্বজনের সাথে, ইয়াতীম-মিসকীনদের সাথে সৎ ও সুন্দর আচরণ করবে। তদুপরি সকল মানুষের সাথে সুন্দর ও নম্র ভাষায় কথা বলতে আদেশ করা হয়েছে। মোটকথা, উপরে উল্লেখিত দুই সূরার আয়াতসমূহে ঈমান, ইবাদত ও আখলাক এই তিন বিষয়ের বাস্তবায়ন করাকেই দ্বীন কায়েম করা বলা হয়েছে পরিস্কারভাবে। এই হলো হযরত মূসা ও অন্যান্য বণী ইসরাঈলের নবীগণের দ্বীন।

দ্বীনে ঈসা
কুমারী মারয়াম (আ.) কে সন্তান জন্ম দিতে দেখে ইয়াহুদীরা যখন তাকে অসতী বলে ধারণা করেছিল তখন আল্লাহ তা’য়ালার বিশেষ কুদরতে দোলনার শিশু ঈসা (আ.) তার নিজস্ব পরিচিতি এবং তার উপর আরোপিত দ্বীন এর বর্ণনা দিয়ে ঘোষণা করলেনঃ
إِنِّي عَبْدُ اللهِ أَتَانِيَ الْكِتٰبَ وَجَعَلَنِي نَبِيًّا – وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَمَا كُنْتُ – وَأَوْصَانِي بِالصَّلوةِ وَالزَّكُوةِ مَا دُمْتُ حَيًّا وَبَرَّاً بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا – وَالسَّلَامُ
عَلَيَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ ابْعَثُ حَيًّا – ذَلِكَ عِيسَى ابْنُ مَرْيَمَ –
“আমি আল্লাহর বান্দা। আমাকে তিনি আসমানী কিতাব (ইঞ্জিল) দান করেছেন এবং বানিয়েছেন তিনি আমাকে তাঁর নবী। তিনি আমাকে করেছেন বরকতময়, তা আমি যেখানেই থাকি না কেন। আল্লাহ তা’য়ালা আমাকে আদেশ করেছেন নামায আদায় করতে, যাকাত প্রদান করতে, যতদিন আমি বেঁচে থাকি। আর আমাকে আমার মায়ের সাথে সৎ ব্যবহার করতে আদেশ করেছেন এবং তিনি আমাকে উদ্ধত, উগ্র ও হতভাগ্য করেননি। আমার প্রতি (আল্লাহর পক্ষ থেকে) শান্তি ও নিরাপত্তা সেদিন থেকে যে দিন আমি জন্মগ্রহণ করেছি এবং যখন মৃত্যুবরণ করব। আর যে দিন পুনরায় জীবিত অবস্থায় উত্থিত হবো সেদিনও আমার প্রতি থাকবে (আল্লাহর) নিরাপত্তা ও শান্তি। এই হলো মায়ামের পুত্র ঈসা এর বিস্তারিত পরিচয়”। (সূরা মারয়াম, আয়াতঃ ৩০-৩৪)
উল্লেখ্য যে, উপরের আয়াতসমূহে ঈসা (আ.)-এর ভাষ্য বর্ণনা করে তাঁর এবং তাঁর আনিত আসমানী দ্বীনের যে পরিচিতি দেয়া হয়েছে তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এখানে ঈমান, ইবাদত এবং আখলাকের সমন্বিত দ্বীনেরই পরিচয় দেয়া হয়েছে। যেমনঃ আল্লাহর বান্দা, জন্ম, মৃত্যু, পুনরুত্থান দিবস ইত্যাদির মাধ্যমে ঈমানের কথা বলা হয়েছে। নামায এবং যাকাতের নির্দেশের কথা উল্লেখ করে ইবাদতের কথা বলা হয়েছে এবং মাতার প্রতি সদ্ব্যবহারের কথা উল্লেখ করে সংক্ষেপে আখলাক (সৃষ্টির প্রতি দায়িত্ব) এর কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এই তিনের বাস্তবায়নের নামই তো দ্বীন পালন ও দ্বীন কায়েম করা। যে দ্বীন কায়েমের আদেশ অন্যান্য নবীগণকেও দেয়া হয়েছে।

আদদ্বীনুল কায়্যিম-এর অর্থ
ইতিপূর্বের আলোচনায় পরিষ্কার হয়ে গেছে যে, যুগে যুগে নবী-রাসূলগণকে ইক্বামতে দ্বীনের মাধ্যমে ঈমান, ইবাদত ও আখলাকের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্র গঠনের আদেশ দেয়া হয়নি কখনো। উল্লেখ্য যে, ইকামত শব্দটির শব্দমূল হলো ‘কিয়াম’। এই কিয়ামের সাথে সংযুক্ত অবস্থায় দ্বীন শব্দটি কুরআন শরীফে ছয় স্থানে এসেছে। যথাঃ
১। সূরা আনআমের ১৬১ নং আয়াতে ইরশাদ হয়েছেঃ
قُلْ إِنَّنِي هُدَانِي رَبِّي إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ دِينًا
قِيمًا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَ مَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ –
এখানে ‘দ্বীনে ইব্রাহীম কে’ দ্বীনে কিয়াম বলা হয়েছে। অর্থ, সুদৃঢ় ধর্ম।
২। সূরা তাওবার ৩৬ নং আয়াতে ইরশাদ হয়েছেঃ
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللهِ يَوْمَ خَلَقَ السَّمَواتِ وَ الْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ
ذلِكَ الدِّينُ الْقَيِّمُ .
এখানে বার মাসের মধ্যে চার সম্মানিত মাসকে ‘আদদ্বীনুল ক্বাইয়িম’ বলা হয়েছে। যার অর্থ সুপ্রতিষ্ঠিত ধর্ম।
৩। সূরা ইউসুফের ৪০ নং আয়াতে ইরশাদ হয়েছেঃ
الا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَ لقيم امر
এখানে তাওহীদকে “আদদ্বীনুল ক্বাইয়িম” বলা হয়েছে। অর্থ, সরল পথ।
৪। সূরা রুমের ৪২ নং আয়াতে ইরশাদ হয়েছেঃ
فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ الْقَيِّمِ
এখানে তাওহীদকে “আদদ্বীনুল কাইয়িম” বলা হয়েছে। অর্থ, সত্য ধর্ম।
৫। সূরা রূমের ৩০ নং আয়াতে ইরশাদ হয়েছেঃ
فَاقِعُ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا فَطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ الدِّينُ الْقَيِّمُ وَ الله ذَلِكَ ! النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقِ )
لكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ –
এখানে তাওহীদকে “আদদ্বীনুল ক্বাইয়িম” বলা হয়েছে। অর্থ, সঠিক ধর্ম।
৬। সূরা বাইয়্যিনাহর ৫নং আয়াতে ইরশাদ হয়েছেঃ
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلوةَ وَيُؤْتُوا الزَّكَوةَ وَذَالِكَ دِينُ
القيمة –
এখানে আল্লাহর ইবাদত, নামায, রোযাকে “দ্বীনে ক্বাইয়িম” বলা হয়েছে, যার অর্থ, সঠিক পন্থা।
মোটকথা, কুরআন মাজীদ ও হাদীস শরীফের কোন স্থানে একামতে দ্বীন দ্বারা রাষ্ট্র গঠন বুঝানো হয়নি। বরং ঈমান অথবা ইবাদত বুঝানো হয়েছে। সুতরাং জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহেব, গোলাম আযম সাহেব এবং তাঁর অনুসারী দলের এই ব্যাখ্যা যে, ‘দ্বীন’ অর্থ রাষ্ট্র আর আক্বীমুদ দ্বীন অর্থ রাষ্ট্র কায়েম করো’ পরিস্কার ভ্রান্তি এবং বিকৃতি।
অবশ্য এ বিষয়ে (কুরআন ও হাদীসের ভিত্তিতে) সকল ওলামায়ে কেরাম একমত যে, ইসলামী রাষ্ট্র গঠন দ্বীনে ইসলামের প্রশাসনিক দিক, যা মূল দ্বীনের জন্য সহায়ক এবং দ্বীনের পরিপূরক অঙ্গ। তাই বলে রাষ্ট্র বা সরকার গঠনকে ইক্বামতে দ্বীন বলা এবং ঈমান ও ইবাদতকে ট্রেনিং পর্যায় স্থান দেয়া প্রতারণা ছাড়া কিছু নয়।

হাদীসে জিব্রাঈল
‘দ্বীন এবং ইক্বামতে দ্বীন’ এর নমুনা বিশ্লেষক একটি বিশেষ হাদীসঃ ‘হাদীসে জিব্রাঈল’। ঐ হাদীসে সুষ্পষ্ট ভাষায় ‘দ্বীনের সংজ্ঞা’ বিশ্লেষণ করা হয়েছে। এই হাদীসে যেহেতু আল্লাহর আদেশে সরাসরি জিবরাঈল (আ.) মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুখোমুখি হয়ে প্রশ্নোত্তরের আঙ্গিকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাহাবায়ে কিরামের সামনে তুলে ধরেছেন সে কারণেই এই হাদীসটিকে হাদীসে জিব্রাঈল বলা হয়। এবার সেই হাদীসটি পড়ুন এবং দ্বীনের মূল অঙ্গ কি কি লক্ষ্য করুন।
হযরত ওমর ইবনে খাত্তাব (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমরা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত ছিলাম। হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে আগমন করলেন, অপরিচিত আগন্তুক এই ব্যক্তির পরিধানে ধবধবে সাদা পোষাক, মাথার চুল নিকষ কালো, পরিপাটি বেশভূষা। দীর্ঘ সফরের কোন চিহ্ন যেমন তার মাঝে দৃশ্যমান নয়, তেমনি আমাদের মধ্যে কেউই ইতিপূর্বে তাঁকে দেখেনি। তিনি (নির্বিঘ্নে) নির্দিধ পদবিক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে প্রবেশ করলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাটু মোবারকের সাথে হাটু মিলিয়ে বসলেন এবং নিজের হাতদ্বয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই উরুর উপরে রাখলেন। অতঃপর (পরিচিত জনের মত) প্রশ্নের ঢঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বললেনঃ হে মুহাম্মাদ: আমাকে বলুন তো ইসলাম কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেনঃ ইসলাম হল এই-তুমি সাক্ষ্য দিয়ে বলবে যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মাদ আল্লাহর (প্রেরিত) রাসূল। আর তুমি নামায যথাযথভাবে আদায় করবে, যাকাত প্রদান করবে (স্বচ্ছল হলে), রমযান শরীফের রোযা রাখবে, আল্লাহর ঘরে গিয়ে হজ্জ করবে যদি সেখানে পৌছতে সামর্থবান হও। (এ-ই হলো ইসলাম, এখানে রাষ্ট্র গঠনের কোন উল্লেখ নেই)। এই উত্তর শুনে এই অপরিচিত মেহমান বললেনঃ আপনি ঠিকই বলেছেন।
বর্ণনাকারী হযরত ওমর (রাযি.) বলেন, আমরা আগন্তুকের কাণ্ড দেখে অবাক হচ্ছিলাম। কেননা সে-ই জানতে চাইছে, আবার সে-ই জবাবের সত্যতার স্বীকৃতি দিচ্ছে।
আগন্তুক অতঃপর পুনঃ প্রশ্ন করলেনঃ হে মুহাম্মাদ! আমাকে বলুন তো ঈমান কাকে বলে? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেনঃ ঈমান হলো, তুমি আল্লাহকে এক বলে তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। অতঃপর আল্লাহর ফিরিস্তাগণের প্রতি, তার নাযিলকৃত কিতাব সমূহের প্রতি, তার প্রেরিত সকল রাসূলগণের প্রতি এবং আখেরাতের সত্যতার প্রতি বিশ্বাস স্থাপন করবে। এছাড়া তুমি এ বিষয়েও বিশ্বাসী হবে যে, তদীরে ভাল মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয়। আগন্তুক ঈমানের এই সংজ্ঞা শুনে পুনঃ বললেনঃ আপনি ঠিকই বলেছেন (হে মুহাম্মাদ)।
অতঃপর পুনঃ জিজ্ঞেস করলেন, আচ্ছা আমাকে বলুন তো ‘ইহসান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেনঃ ইহসান হলো এই যে, তুমি এমনভাবে (নিমগ্ন চিত্তে) আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাঁকে তোমার সামনে দেখতে পাচ্ছো, যদি তাঁকে দেখতে পাওয়ার মত এতটুকু নিমগ্ন চিত্ততা অর্জন করতে না পারো, তাহলে এমন ভাব অর্জন করে ইবাদত করবে যে, তিনি (আল্লাহ) তোমাকে অবশ্যই দেখছেন
(এই হলো ইহসান)। এরুপ প্রশ্ন করে এবং জবাব শুনে সত্যায়নের পর আগন্তুক ব্যক্তি মজলিস থেকে উঠে চলে গেলেন। হযরত ওমর (রাযি.) বলেনঃ এই ঘটনার কিছুদিন পরে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে প্রশ্নকারী সম্পর্কে জানতে চেয়ে বললেনঃ হে ওমর! তুমি কি জানো ঐ প্রশ্নকারী কে ছিলেন? আমি জবাব দিলাম, আল্লাহ এবং তাঁর রাসূলই ভাল জানেন। অতঃপর আগন্তুকের পরিচয় এবং তাঁর এভাবে আগমনের উদ্দেশ্য বর্ণনা করে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তিনি ছিলেন হযরত জিব্রাঈল। তোমাদেরকে দ্বীন শিক্ষা দেয়ার জন্য তিনি এসেছিলেন। (বুখারী ও মুসলিম)
বলা বাহুল্য যে, উল্লেখিত ‘হাদীসে জিব্রাঈলের’ মাঝে সুস্পষ্টভাবে এবং বিস্তারিতভাবে ইসলাম ও ঈমানের সংজ্ঞা প্রদান করা হয়েছে। একই সাথে ইহসানের বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। এ হাদীসের বিশদ বিশ্লেষণ করে ‘দ্বীন’ এর পরিচিতি প্রদানের কোনই প্রয়োজন পড়ে না। খোদ হাদীসের শব্দগুলোই প্রকাশ্যভাবে দ্বীনের পরিচিতি প্রদায়ক।
ঠিক তেমনি ইতিপূর্বে আমরা যে কুরআনে কারীমের বহু সংখ্যক আয়াত উল্লেখ করেছি তাতেও দ্বীনের মৌলিক সংজ্ঞা ও দ্বীন কায়েমের অর্থ বিধৃত হয়েছে। ঐ সকল আয়াত সমূহ এবং হাদীসে জিব্রাঈল দ্বারা চূড়ান্তভাবেই প্রমাণিত হলো যে, ঈমান, ইবাদত ও আখলাক এই তিন বিষয় প্রতিপালনের নাম দ্বীন কায়েম করা। সূরা শুরার ১৩ নম্বর আয়াতে “আন্ আক্বীমুদ দ্বীন” এবং সূরা রুম এর ৩০ নম্বর আয়াতে “ফাআক্কিম ওয়াজহাকা লিদ্‌দ্বীনিল কায়্যিম” বাক্য দ্বারা মূলতঃ ঈমান, ইবাদত ও আখলাক প্রতিপালনের মাধ্যমে দ্বীন কায়েম করতে বলা হয়েছে। কুরআন-হাদীসের কোন স্থানে ইক্বামতে দ্বীন দ্বারা রাষ্ট্র গঠন বুঝানো হয়নি। তবে এর এই অর্থ নয়, যে ইসলামে রাজনীতি নেই বরং প্রথিবীর সবচেয়ে সফল রাজনীতি ইসলামেই বিদ্যমান।

মওদূদীবাদ
ইতিপূর্বে আমরা সরাসরি কুরআন ও হাদীসের দলীলের ভিত্তিতে ‘দ্বীন’ এবং দ্বীন কায়েমের ইসলামী দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যা বর্ণনা করেছি। কিন্তু স্বেচ্ছাচারী বিদ্যায় ভয়ংকর জ্ঞানী মওদুদী সাহেব ও তার অন্ধভক্ত জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ইত্যাদি দল ও গোষ্ঠী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দ্বীন কায়েম করতে রাজী নন। বরং তারা তাদের স্বার্থ ও সুবিধামত মনগড়া এক দ্বীন কায়েম করতে বদ্ধপরিকর। কিন্তু ইসলাম বাদ দিয়ে সম্রাট আকবরের উদ্ভাবিত ‘দ্বীনে এলাহী’র মত কোন সম্পূর্ণ নতুন ধর্ম যেহেতু তারা বানাতে সাহসী নন তাই আল্লাহর নাযিল করা দ্বীনে ইসলামের মাঝে সুবিধামত মনগড়া বিকৃত সংজ্ঞা ও ব্যাখ্যা জুড়ে দিয়ে তারা স্বেচ্ছাচারী দ্বীন কায়েম করতে চান। (নাউজুবিল্লাহ)
আমাদের এ কথা ভিত্তিহীন অথবা কোন ব্যক্তি ও দলের প্রতি বিদ্বেষী হয়ে অপবাদ চাপানো নয়। বরং বাস্তব এবং জাজ্বল্যমান এক মহাসত্য। ইসলামকে অভ্রান্ত এবং সন্দেহাতীতরূপে মুসলমানদের মাঝে প্রতিষ্ঠিত রাখার মহান স্বার্থেই আমরা মওদুদী সাহেবের ‘মনগড়া দ্বীন’কে রেফারেন্সসহ এখানে তুলে ধরছি।

‘দ্বীন’-এর তাগুতী ব্যাখ্যা
মওদুদী সাহেব তার রচিত পুস্তকে লিখেছেন-
(ক) সম্ভবত দুনিয়ার কোন ভাষায় এত ব্যাপক অর্থবোধক কোন শব্দ নেই যা ‘দ্বীন’ এর পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তবে বর্তমান যুগের ইংরেজী শব্দ “ষ্টেট” শব্দটি দ্বীন এর কাছাকাছি ভাব আদায় করে। (কুরআন কী চার বুনিয়াদী ইস্তেলাহে পৃ. ১০৯; কুরআনের চারটি মৌলিক পরিভাষা পৃ.১১০)
(খ) কিন্তু প্রকৃত পক্ষে ইসলাম কোন ধর্ম এবং মুসলমান কোন জাতির নাম নয়। ইসলাম হচ্ছে মূলতঃ এক বিপ্লবী মতবাদ ও মতাদর্শের নাম। (তাফহীমাত ১ম খণ্ড, পৃ.৭৭; নির্বাচিত রচনাবলী প্রথম ভাগ, পৃ. ৭৫)
(গ) যে ক্ষমতা ও কর্তৃত্বের ভিত্তিতে (প্রভাবে) মানুষ কোন রীতি-নীতি বা বিধি-বিধান মেনে চলে তা যদি আল্লাহর কর্তৃত্ব সম্বলিত হয়, তাহলে বলা যাবে মানুষ আল্লাহর দ্বীনের উপর আছে। আর ঐ ক্ষমতা ও কর্তৃত্ব যদি বাদশাহর হয়, তাহলে বলা যাবে যে, মানুষ বাদশাহর দ্বীনের অন্তর্ভুক্ত। আর যদি ঐ ক্ষমতা ও কর্তৃত্ব কোন পুরোহিত বা পণ্ডিতের হয়, তবে বলা হবে যে, মানুষ ঐ পন্ডিত বা পুরোহিতের দ্বীনের অন্তর্ভুক্ত। (কুরআন কী চার বুনিয়াদী ইসতেলাহেঁ পৃ. ১০৮, কুরআনের চারটি মৌলিক পরিভাষা, পৃ. ১০৯)
(ঘ) দ্বীন মূলতঃ রাষ্ট্র সরকারকেই বলা হয়। শরীয়ত হচ্ছে এর আইন এবং এ আইন ও নিয়ম প্রথা যথারীতি মেনে চলাকে বলা হয় ইবাদত। আপনি যাকেই শাসক ও নিরঙ্কুশ রাষ্ট্র কর্তারূপে মেনে তার অধীনতা স্বীকার করবেন, আপনি মূলতঃ তারই দ্বীন এর অন্তর্ভুক্ত হবেন। আপনার এ শাসক ও রাষ্ট্রকর্তা যদি আল্লাহ হন, তবে আপনি তার দ্বীন-এর অধীন হলেন। তিনি যদি কোন রাজা-বাদশাহ হন, তবে বাদশাহর দ্বীনকেই আপনার কবুল করা হবে। বিশেষ কোন জাতিকে এ মর্যাদা দিলে সেই জাতিরই দ্বীন গ্রহণ করা হবে, আর যদি এ শাসক গণতান্ত্রিক হয় তবে আপনি সেই দ্বীনের অন্তর্গত গণ্য হবেন। (খুতবাত পৃ. ৩২০, ইসলামের বুনিয়াদী শিক্ষা পৃ. ২৫৮)
(ঙ) অন্যান্য দ্বীনের ন্যায় দ্বীন ইসলামও এ দাবী করে যে, ক্ষমতা ও প্রভৃত্ব নিরংকুশভাবে কেবলমাত্র আমারই হবে এবং অন্যান্য প্রত্যেকটি দ্বীনই আমার সামনে অবনত ও পরাজিত থাকবে। অন্যথায় আমার
অনুসরণ কি করে সম্ভব হতে পারে? আমার দ্বীন ‘গণদ্বীন’ হবে না। শাহীদ্বীন হবে না, কমিউনিস্ট দ্বীন হবে না অপর কোন দ্বীনেরই অস্তিত্ব থাকবে না। পক্ষান্তরে অন্য কোন দ্বীনের অস্তিত্ব থাকলে আমি থাকবো না। তখন আমাকে শুধু মুখেই সত্য বলে স্বীকার করলে কোন বাস্তব ফল পাওয়া যাবে না। (খুতবার পৃ. ৩২৪, ইসলামী বুনিয়াদী শিক্ষা, পৃ. ২৬২)
চ) ‘দ্বীন’ যা-ই এবং যে ধরনেরই হোকনা কেন রাষ্ট্র ও সরকারী কর্তৃত্ব ছাড়া তার কোন মূল্য নেই। গণ-দ্বীন, কমিউনিষ্ট-দ্বীন কিংবা আল্লাহর দ্বীন যা-ই হোক না কেন, একটি দ্বীনের প্রতিষ্ঠা রাষ্ট্র শক্তি ছাড়া আদৌ সম্ভব নয়। প্রাসাদের শুধু কাল্পনিক চিত্র যার বাস্তব কোন অস্তিত্বই নেই যেমন অর্থহীন, অনুরূপভাবে রাষ্ট্র সরকার ছাড়া একটি দ্বীন সম্পূর্ণরূপে নিরর্থক। (ইসলামের বুনিয়াদী শিক্ষা পূঃ ২৬০, খুতবাত পৃঃ ৩২২)
ছ) বাস্তব ক্ষেত্রে আপনি যারই আইন পালন করে চলবেন মূলতঃ তারই দ্বীন আপনার পালন করা হবে। (খুতবাত পূঃ ৩২১; ইসলামের বুনিয়াদী শিক্ষা, পৃঃ ২৫৯)
জ) রাষ্ট্র ক্ষমতা ছাড়া কোন বিধান ও মতবাদ পেশ করা অথবা তার ভক্ত হওয়া নিতান্তই অর্থহীন। (ইসলামী রেনেসাঁ আন্দোলন পূঃ ২৫)
ঝ) কারণ অন্য কোন দ্বীনের (সরকারের) অধীন থেকে আল্লাহর দ্বীনের আনুগত্য ও অনুসরণ অসম্ভব। অতএব, আল্লাহর এ দ্বীনকে যদি বাস্তবিকই সত্য দ্বীন বলে বিশ্বাস করেন, তবে তাকে বাস্তব ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে প্রাণপণ সাধনা ও সংগ্রাম করা ভিন্ন অন্য কোন উপায় থাকতে পারে না। (খুতবাত পৃঃ ৩২৬; ইসলামী বুনিয়াদী শিক্ষা, পৃঃ ২৬৪)
ঞ) কিন্তু আল্লাহর দ্বীন ভিন্ন অপর কোন দ্বীনের (প্রশাসনের) অধীন জীবন যাপন করায় আপনার যদি তৃপ্তি লাভ হয় এবং সে অবস্থায় আপনার মন সন্তুষ্ট ও আশ্বস্ত হয়ে থাকে, তবে আপনি আদৌ ঈমানদার নন। আপনি মনোযোগ দিয়ে যতই নামায পড়েন, দীর্ঘ সময় ধরে ‘মুরাকাবা’ করেন আর যতই কুরআন-হাদীসের ব্যাখ্যা করেন ও ইসলামের দর্শন প্রচার করেন না কেন, কিন্তু আপনার ঈমানদার না হওয়া সম্পর্কে কোন সন্দেহ নেই। দ্বীন ইসলাম বিশ্বাস করে অন্য কোন দ্বীনের (প্রশাসনের) প্রতি যে সন্তুষ্ট থাকবে, তার সম্পর্কে এটাই চূড়ান্ত কথা। (খুতবাত পূঃ ৩২৭; ইসলামী বুনিয়াদী
শিক্ষা, পৃঃ ২৬৪)
ত) আমি তোমাদেরকে বলতে চাই যে, যার অন্তরে জেহাদের নিয়ত নেই, আর যার উদ্দেশ্য জেহাদ হবে না তার জীবনের সম্পূর্ণ ইবাদত-বন্দেগী নিষ্ফল, কোন লাভ নেই। (খুতবাত পৃ.৩১৮, বুনিয়াদী শিক্ষা পৃ. ২৫৭)
খ) একথা নিশ্চিত যে, সকল নবী-রাসূলগণের (আল্লাহ প্রদত্ত্ব) মিশনের চূড়ান্ত উদ্দেশ্য ছিল (হুকুমতে ইলাহিয়্যাহ) আল্লাহর সরকার কায়েম করা। (তাজদীদ ও এহয়ায়ে দ্বীন, পৃঃ ২১, ইসলামী রেনেসাঁ আন্দোলন পৃঃ ২৬)
দ) কোন ফরযই দ্বীনে বাতিলের (বাতিল সরকারের) অধীনে ফরযের মর্যাদা পায় না-সুতরাং ইক্বামতে দ্বীনের (ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার) দায়িত্বটিই সব ফরযের বড় ফরয-দ্বীনকে কায়েম বা বিজয়ী করার চেষ্টা করা ফরযে আইন। (অধ্যাপক গোলাম আযম, ইক্বামতে দ্বীন পৃঃ ২৭)

সার সংক্ষেপ
১. দ্বীন অর্থ ষ্টেট।
২. ইসলাম কোন ধর্ম এবং মুসলমান কোন জাতির নাম নয় বরং
ইসলাম এক বিপ্লবী আন্দোলন।
৩. ইলাহী রাষ্ট্র গঠন করা ব্যতীত পৃথিবীর কোন সরকারের অধীনে থেকে কোন ধর্মীয় কাজ কবুল হবে না।
৪. আপনি যে সরকারের আইন মেনে চলবেন আপনি তার দ্বীনের অনুসারী বলে গণ্য হবেন। আপনাকে মুসলমান, দ্বীনদার বলা যাবে না।
৫. দ্বীন ‘রাষ্ট্র সরকার’কে বলা হয়, আর সরকারের আইন মেনে চলাকে ‘ইবাদত’ বলা হয়
৬. বিদ্যমান সরকার উৎখাত করে ইসলামী সরকার গঠন সকল ফরযের বড় ফরয অর্থাৎ ফরযে আইন।
৭. প্রচলিত সরকার উৎখাত করে ইসলামী সরকার গঠন না করলে ঈমান, নামায, রোযা, যিকির ইত্যাদি কোন কাজে আসবেনা।
৮. ইসলামী সরকার গঠন আম্বিয়ায়ে কেরামের মিশনের মূল উদ্দেশ্য।



পর্যালোচনা
সুধী পাঠক/পাঠিকা। ইতিপূর্বে আমরা কুরআনে কারীমের সুস্পষ্ট বহু আয়াত এবং হাদীসে জিবরাঈল এর দ্বারা আল্লাহর মনোনীত ‘দ্বীনে ইসলাম’ এবং দ্বীনে ইসলাম কায়েমের ব্যাখ্যা বর্ণনা করে এসেছি। অতঃপর ‘দ্বীন এর তাগুতী ব্যাখ্যা’ শিরোনামে মওদুদী সাহেবের নিজস্ব ব্যাখ্যা তাঁর মূল উর্দু ও বাংলায় অনুদিত পুস্তক পুস্তিকা থেকে তুলে ধরেছি। এই দুই ব্যাখ্যার কোনটি আমরা গ্রহণ করবো? ইসলাম নাযিল হওয়ার ১৪ শত বছর পরে জন্মগ্রহণ করে মওদুদী সাহেব যে নতুন ও অভূতপূর্ব ব্যাখ্যা দিয়েছেন এবং তার অনুসারী গোলাম আযম সাহেব, আব্বাস আলী সাহেব, নিজামী সাহেব, সাঈদী সাহেবসহ জামায়াত শিবিরের ভায়েরা যে ব্যাখ্যাকে একমাত্র সত্য ও সঠিক ব্যাখ্যা বলে বিশ্বাস করেছেন সে মর্তবাদ বা ব্যাখ্যাকে আমরা কি বিনা বাক্য ব্যয়ে লুফে নেব? নাকি একটু যাচাই বাছাই করে তলিয়ে দেখার চেষ্টা করবো। মওদুদী সাহেবকৃত এবং তার অনুসারীদের অনুসৃত ব্যাখ্যাকেই বা কেন আমরা তাগুতী ব্যাখ্যা বলে আখ্যায়িত করতে গেলাম? এসব বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষণ এবং কৈফিয়াতের জন্যই এই পর্যালোচনা শিরোনামের অবতারণা।
প্রথমেই ‘তাগুতী ব্যাখ্যা’ শিরোনাম প্রদানের কৈফিয়তঃ উল্লেখ্য যে, বিশ্বাস ও কার্যগতভাবে আল্লাহ তা’য়ালার মৌলিক দ্বীন ও শরীয়তের (কুরআন-সুন্নাহর) বিরোধী অবস্থান গ্রহণ করাকেই তাগুতী বা শয়তানী অবস্থান বলা হয়। বলা বাহুল্য, যেখানে আল্লাহ তা’য়ালা দ্বীনে ইসলাম নাযিলের মূল উদ্দেশ্য ও মানুষ সৃষ্টির মূল লক্ষ্য বলেছেন ইবাদত, এবং দ্বীন কায়েমের প্রধান কর্মসূচী রূপে বর্ণনা করেছেন ঈমান, ইবাদত ও আফ্লাক। সেখানে মওদুদী সাহেব ও তার অনুসারীরা এর বিরোধী অবস্থান গ্রহণ করে বলেছেনঃ মানুষ সৃষ্টি এবং ইসলাম অবতরণের মূল উদ্দেশ্য ঈমান ও ইবাদত নয়। আম্বিয়ায়ে কেরামও এসব বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে প্রেরিত হননি বরং রাষ্ট্র কায়েম করার উদ্দেশ্যে তাঁদের পাঠানো হয়েছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দ্বীন পালন করা আদৌ সম্ভব নয়, গণতান্ত্রিক বা অন্য কোন রাষ্ট্রীয় আইন মেনে চললে দ্বীনে ইসলাম এর সেখানে কোন স্থান নেই, থাকতে পারে না। হ্যাঁ, বিশ্বাস ও কার্যগতভাবে মওদুদী ও তার অনুসারীরা দ্বীন ও শরীয়তের উপরোক্ত বিরোধী অবস্থানে থাকার কারণেই তারা তাগুত এবং তাদের ব্যাখ্যা ইসলামী ব্যাখ্যা নয়, বরং তাগুতী ব্যাখ্যা
(বাতিল ব্যাখ্যা)। এবং সে কারণেই আমরা ঐসব ব্যাখ্যাকে ‘তাগুতী ব্যাখ্যা’ শিরোনামে তুলে ধরতে বাধ্য হয়েছি।
যারা কুরআন এবং রাসূলের ব্যাখ্যা ও ফায়সালা উপেক্ষা করে কুরআন সুন্নাহর বিরোধী ফায়সালা গ্রহণ করতে উৎসুক তাদের উদ্দেশ্যে আল্লাহ তা’য়ালা ইরশাদ করেছেনঃ
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيدُونَ أَنْ يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أَمِرُوا أَنْ يَكْفُرُوا بِهِ. دابه
‘হে নবী! আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেছেন, যারা দাবী করে যে, তারা বিশ্বাসী ঐ কিতাবের প্রতি-যা আপনার প্রতি নাযিল করা হয়েছে এবং সেই কিতাবের প্রতিও যা আপনার পূর্বে নাযিল করা হয়েছে, অথচ তারা ফায়সালার বিষয়কে তাগুত এর কাছে (শয়তানের কাছে) উপস্থাপন করে তাগুত এর ফায়সালা গ্রহণ করতে চায়, যদিও তাদেরকে আদেশ করা হয়েছে শয়তানকে প্রত্যাখ্যান করতে। (সূরা নিসা, আয়াতঃ ৬০)
এবার সেসব বিষয়ের পর্যালোচনায় আসা যাক-মওদুদী সাহেব ও তার
অনুসারীদের ব্যাখ্যা মেনে নিলে যেসব অনিবার্য প্রশ্ন, ভ্রান্তি এবং বিকৃতির মুখোমুখি হয়ে বিধ্বস্ত হয় দ্বীন ইসলাম এবং কুরআনুল কারীম। প্রশ্নের সম্মুখীন হন নিষ্পাপ ও সম্পূর্ণ সফল, কৃতকার্য ও ধন্য নবী-রাসূলগণ।
মওদুদী সাহেব ও তার আদর্শের মানস সন্তানদের প্রদত্ত দ্বীন ও ইক্বামতে দ্বীনের ব্যাখ্যা বিনা বাক্য ব্যয়ে কেন মেনে নেয়া যায় না? কেন তাদের নিজস্ব ব্যাখ্যাকে ভ্রান্ত বলতে হয়? তাদের ব্যাখ্যা মানতে গেলে কেন সমাধানহীন অনেক সমস্যা ও প্রশ্নের সম্মুখীন হতে হয়?
১। কেননা একমাত্র মওদুদী সাহেবই সর্বপ্রথম ‘দ্বীন’ এর একক অর্থ ‘ষ্টেট’ বলে বর্ণনা করেছেন। হকপন্থী তথা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কোন ব্যক্তি ‘দ্বীনে ইসলাম’ এর এমন অর্থ করেননি। কুরআন-হাদীসেও এমন সংকীর্ণ ব্যাখ্যা কোথাও উল্লেখ নেই। যদি এই তাগুতী ব্যাখ্যা মেনে নেয়া যায় তবে গোটা ইসলামই বিকৃত হয়ে যাবে।
ইকামাতে দ্বীন অর্থ হুকুমত বা রাষ্ট্র প্রতিষ্ঠা এরূপ সীমাবদ্ধ মতলবী ব্যাখ্যা মওদুদী সাহেব ও মওদুদীবাদী ছাড়া আর কেউ করেননি, কুরআন-হাদীসও এ ব্যাখ্যা অনুমোদন করে না।
২ বরঞ্চ মুসলিম অমুসলিম নির্বিশেষে পৃথিবীর সকল মানুষ সাধারণভাবে হুকুমত, সরকার, স্টেট, রাজ্য ও রাষ্ট্র বলতে ঐ কর্তৃত্ব বা সুসংহত শক্তি ও ক্ষমতাকেই বোঝেন যার আওতায় নির্দিষ্ট ভূখন্ড করায়ত্ত থাকে, থাকে স্বতন্ত্র রাজধানী ও নির্দিষ্ট মন্ত্রণালয়, থাকে নির্ধারিত বাজেট এবং প্রতিরক্ষা ব্যবস্থাও। এই রাষ্ট্র বা সরকার কিংবা রাজ্যকে কেউ-ই দ্বীন বা ধর্ম বলে মনে করে না। যেমন সৌদী হুকুমত, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সরকার, ইউরোপিয়ান স্টেট, দক্ষিণ এশিয়ান রাষ্ট্র সমূহ ইত্যাদি। রাষ্ট্র, সরকার বা ‘ষ্টেট’ কে কেউই দ্বীন বলে না। পক্ষান্তরে দ্বীন, ধর্ম, মাযহাব, মিল্লাত ও শরীয়ত বলতে রাষ্ট্র নয় বরং আকীদা-বিশ্বাস, ইবাদত ও ধর্মীয় রীতি-নীতি বুঝায়। হ্যাঁ ইসলামী রাষ্ট্র বা সরকার ইসলামের একটি অঙ্গ ও প্রশাসনিক দিক বটে, কিন্তু তাই বলে ঈমান-ইসলাম, নামায-রোযা, হজ্জ-যাকাতকে বাইরে রেখে বা গৌণ বিষয় মনে করে রাষ্ট্র প্রতিষ্ঠা করাকেই দ্বীন বা ইক্বামতে দ্বীন বলা ইসলাম নয়; বরং তা তাগুতী প্রোপাগাণ্ডা।
৩। দ্বীনের অর্থ যে ‘ষ্টেট’ তা মওদুদী সাহেব কি করে জানলেন? তিনি নিজেই কি চিন্তা করে দ্বীনের এ অর্থ আবিষ্কার করেছেন? না কোন জ্বীন-ভূতের কাছ থেকে তা সংগ্রহ করেছেন? কেননা তাঁর মতে এই শব্দের আসল অর্থ প্রথম শতাব্দীর পর বিলুপ্ত হয়ে গেছে।
৪। দ্বীনে ইসলাম নাযিল, মানুষ সৃষ্টি এবং নবী-রাসূল প্রেরণের একমাত্র উদ্দেশ্য ‘ইসলামী সরকার প্রতিষ্ঠা’ এরূপ দাবীও মওদুদীবাদী ছাড়া আর কেউ করেননি। কোন ব্যক্তির ব্যক্তিগত ব্যাখ্যা বা বর্ণনা ইসলাম হতে পারেনা-তা খুব বেশী বুঝিয়ে বলার অপেক্ষা রাখেনা
৫। পৃথিবীর প্রায় ১৫০ কোটি মুসলমান যারা দ্বীন অর্থ ষ্টেট মনে করেন না তারা কি দ্বীনদার নন?
৬। মওদুদী সাহেব বলেছেনঃ “যে ক্ষমতা ও কর্তৃত্বের ভিত্তিতে মানুষ কোন রীতি-নীতি বা বিধি-বিধান মেনে চলে তা যদি আল্লাহ তা’য়ালার কর্তৃত্ব সম্বলিত হয়, তাহলে বলা যাবে মানুষ আল্লাহর দ্বীনের উপর আছে।
আর ঐ ক্ষমতা ও কর্তৃত্ব যদি বাদশাহর হয়, তাহলে বলা হবে যে, মানুষ বাদশাহর দ্বীনের অন্তর্ভুক্ত”।
মওদুদীবাদের এই দর্শন অনুযায়ী বর্তমানে যেহেতু জামায়াত শিবির বিএনপি সরকারের রীতি-নীতি ও গণতান্ত্রিক বিধি-বিধান শুধু মেনে চলেননি বরং তা প্রতিষ্ঠা করার জন্যে রীতিমত দুটি মন্ত্রণালয়ও নিয়েছেন সেহেতু তাঁদেরকে আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত বলা যায় না; বরং তাঁরা গণতান্ত্রিক দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিল দ্বীনে জীবন অতিবাহিত করছেন। তাই তাঁদেরকে তাঁদের ঈমান মতে বেদ্বীন ভ্রান্ত বলা হবে।
৭। যেহেতু মওদুদীবাদীদের মতে দ্বীন মানে ‘স্টেট’। নামায, রোযা, হজ্জ, যাকাত আদায় করলে দ্বীন কায়েম হয় না, অথচ তারা এখনও কোথাও রাষ্ট্র বা সরকার কায়েম করতে পারেননি, তাহলে তারা তো কেউই দ্বীনদার নন!
৮। খোদ মওদুদী সাহেব দ্বীন কায়েম (রাষ্ট্র প্রতিষ্ঠা) করে যেতে পারেননি। বরং তিনি পাকিস্তানের (সামরিক/বেসামরিক) সরকারের নিয়ম-কানুন ও সংবিধান মেনে চলতেন, পাকিস্তানী সংবিধানের খেলাফ কিছু করতেন না। ঐ সরকারকেই ইনকাম ট্যাক্স প্রদান করতেন, পাকিস্তানী পৌরসভার আইন মেনে চলতেন। তিনি নিজের ভিসার আবেদনপত্রে নিজেকে হুকুমতে পাকিস্তানের অধীনস্ত নাগরিক বলে স্বীকৃতি দিতেন, বিদেশী দুতাবাসগুলোও তাকে পাকিস্তান সরকারের অধীনস্ত নাগরিক গণ্য করেই ভিসা প্রদান করত। অথচ আবার তিনি নিজেই বলেছেন ইসলামী সরকার ব্যতীত অন্য কোন সরকারের নিয়ম-কানুন মেনে চললে সেখানে দ্বীনের কোন স্থান নেই। তাহলে মওদুদী সাহেব নিজ জীবনের কোন মূহূর্তে ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন না তা-ই কি প্রমাণিত হয় না?
৯। শুধু কি তাই? বাস্তবতা সাক্ষী যে, এই মওদুদী সাহেব বৃটিশ ইংরেজদের (ভারত উপমহাদেশ) শাসনামলে ইংরেজ কর্তৃক প্রবর্তিত রাষ্ট্রীয় আইন-কানুন মেনে চলতেন (বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছেন)। যখন পাকিস্তান হল তখন যথাক্রমে মুহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, সোহরাওয়ারদী, নাজিমুদ্দীন, ইস্কান্দার মীর্যা, আইয়ুব খাঁন, ইয়াহইয়া খান ও জুলফিকার আলী ভুট্টো প্রমূখ ব্যক্তির কৃত ও পরিচালিত আইন-কানুন মেনে চলেছেন। তারা কেউই হুকুমতে
ইলাহিয়্যাহ কায়েম করেননি। আর মওদুদী সাহেবের মতে, যে ক্ষমতা বা কর্তৃত্বের ভিত্তিতে বা প্রভাবে মানুষ কোন নিয়ম-কানুন মেনে চলে সে ঐ ব্যক্তি বা কর্তৃত্বের দ্বীনের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। মওদুদী সাহেবের এই দর্শন অনুযায়ী তিনি ইংরেজ আমলে ইংরেজদের দ্বীনের অন্তর্ভুক্ত ছিলেন। পরবর্তীতে অন্যান্য ব্যক্তিবর্গের (রাষ্ট্রনায়কদের) দ্বীনে জীবন-যাপন করেন। এক মুহূর্তের জন্যও তিনি দ্বীনে ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন না। কেননা, দ্বীনে ইলাহিয়‍্যাহ তিনি কায়েম করতে পারেননি স্বল্পকালের জন্যও। এই আত্মঘাতি দর্শনের কোপানল থেকে কি করে বেরিয়ে আসবেন মওদুদী সাহেব? এবং তাঁর অনুসারীরা?
১০। বর্তমান জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের যারা দ্বীন অর্থ ষ্টেট এবং ইক্বামতে দ্বীন অর্থ রাষ্ট্র ক্ষমতা লাভ বা সরকার প্রতিষ্ঠা মনে করেন এবং অন্য কোন রাষ্ট্রীয় আইন মেনে চললে ইসলাম তথা ঈমান, ইবাদত, আখলাক এর উপর চলার অবকাশ থাকবে না বলে বিশ্বাস করেন তাদেরকে তো আমরা সবাই দেখেছি যে, তারা কখনো আওয়ামীলীগ কখনো জাতীয় পার্টি ও কখনো বিএনপির কর্তৃত্ব ও প্রশাসন মেনে চলছেন। সুতরাং এখনও তাঁরা আল্লাহর দ্বীনে প্রবেশ করার সুযোগ করতে পারেননি।
১১। বিশেষ করে মওদুদী সাহেবের অনুসারীরা যখন গণতান্ত্রিক
আন্দোলনে বিশ্বাসী হয়ে নিজ দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তখন তারা গণতান্ত্রিক দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করছেন। আর মওদুদী সাহেব স্বতন্ত্রভাবে গণতন্ত্রের কথা উল্লেখ করে বলেছেনঃ “তুমি যদি গণতান্ত্রী বিধি-বিধান মেনে চলো, তাহলে ইসলামের সেখানে কোন স্থান নেই।” সুতরাং মওদুদীবাদীদের একথা স্বীকার করতেই হবে যে, তাঁরা দ্বীনে ইসলামের উপরে প্রতিষ্ঠিত নন। বরং তাগুত ও শিরকের উপর প্রতিষ্ঠিত। কেননা, তাদের ভাষ্য অনুযায়ী অন্য কোন রাষ্ট্র বা সরকারের নিয়ম-কানুন মেনে চললে সেক্ষেত্রে ইসলাম মানার কোন সুযোগ নেই।
১২। মওদুদী সাহেব এবং তার অনুসারীরা যেহেতু মনে করেন ‘দ্বীন অর্থ স্টেট’ আর ইক্বামতে দ্বীন অর্থ আল্লাহর সরকার কায়েম করা সুতরাং সেই আল্লাহর সরকার কায়েম না করে অন্য মতবাদের বা গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম-কানুনের অনুগত থেকে যে সকল জামায়াত বা শিবির সদস্য
মৃত্যুবরণ করেছেন তারা কবরের মাঝে তোমার দ্বীন কি? ফিরিশতাদের এই প্রশ্নের উত্তরে যখন “ইসলাম” বলতে পারবেন না তখন তারা কি বলবেন আমার দ্বীন ‘গণতন্ত্র’ অথবা ‘বাংলাদেশ’? আর মওদুদী সাহেব বলবেন আমার দ্বীন ‘বৃটিশ’ ও ‘পাকিস্তান’ তাই কি? এরূপ জবাব দিলে জান্নাত মিলবে না জাহান্নামে পতিত হবে। (কেননা তারা রাষ্ট্র গঠন ছাড়া দ্বীনের অস্তিত্বই স্বীকার করেন না।
১৩। মওদুদীবাদীদের মতে যেহেতু আল্লাহর সরকার গঠন করা ছাড়া অন্য কোন রাষ্ট্র বা কর্তৃত্বের নিয়ম-কানুন মেনে চলার কারণে ইসলামে প্রবেশ করা যায় না, সুতরাং যতক্ষণ পর্যন্ত জামায়াতে ইসলামী ও তাঁদের আদর্শে বিশ্বাসীরা হুকুমতে ইলাহিয়‍্যাহ কায়েম না করছেন ততক্ষণ পর্যন্ত তাঁদেরকে মুসলমান বলা যায় কি?
১৪। জামায়াতে ইসলামী ও শিবির সদস্যগণ যেহেতু (হুকুমতে ইলাহিয়্যাহ) আল্লাহর সরকার কায়েম করতে না পারায় তারা নিজেরাই ইসলামে প্রবেশ করতে পারেননি। সুতরাং তাঁদের বে-দ্বীনী দাওয়াত মানুষ কেন গ্রহণ করবে? তাদেরই বা কি অধিকার আছে মানুষকে বে-দ্বীনির দিকে ডাকার?
১৫। যদি জামায়াতীগণ দাবী করেন যে, আমরা হুকুমতে ইলাহিয়্যাহ কায়েমের চেষ্টা তো করছি! তা হলে শুধু এই দাবী দ্বারা-ই তারা মুসলমান হয়ে যাবেন না। কেননা, কোন অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করার চেষ্টা করলেই তাকে মুসলমান বলা যায় না। কারণ শুধুমাত্র চেষ্টার নাম ইসলাম নয়। যেভাবে রাত্র এবং দিন একটি অপরটির মধ্যে প্রবেশ করতে পারে না সেভাবে তাঁদের মতে অন্য কোন প্রশাসনের উপস্থিতিতে দ্বীনে ইসলাম অস্তিত্ব লাভ করতে পারে না। তাই দ্বীনে ইলাহিয়‍্যাহ কায়েমের চেষ্টা করলেই মওদুদীপন্থীদেরকে দ্বীনদার বলা যাবে না। বাস্তবে দ্বীন আছে কিনা তা দেখতে হবে।
১৬। ইসলামী হুকুমত বা ইসলামী সরকার না থাকা অবস্থায় উপমহাদেশে ইংরেজ শাসন আমলে এবং ইংরেজ কর্তৃত্ব অবসানের পর এখন পর্যন্ত এই দেশে যেসব ওলী আল্লাহ, মুক্তী, মুহাদ্দিস, মুফাস্সির, মুজাদ্দিদ, পীর, দরবেশগণ ইন্তেকাল করেছেন তাঁদের সম্পর্কে মওদুদীবাদীদের রায় কি? আল্লাহর সরকার কায়েম না থাকা অবস্থায় তাঁদের মৃত্যু হয়েছে বলে তারা কি বে-দ্বীন হয়ে মৃত্যুবরণ করেছেন?
১৭। মওদুদী সাহেবের অনুসারী জামায়াত শিবিরের মতে ঈমান, নামায, রোযা, হজ্জ, যাকাত, যিকির ও তেলাওয়াত সহ সম্পূর্ণ জীবনের ইবাদতে কোনই সওয়াব হবে না বা তা দুনিয়া ও আখেরাতের কোন কাজে আসবে না, যদি ইসলামী সরকার প্রতিষ্ঠিত না থাকে। কারণ মওদুদী সাহেব বলেছেন, ‘প্রাসাদের শুধু কাল্পনিক চিত্র-যার বাস্তব কোন অস্তিত্ব নেই তা যেমন অর্থহীন, অনুরূপভাবে রাষ্ট্র সরকার ছাড়া একটি দ্বীন সম্পূর্ণরূপে নিরর্থক।” আল্লাহ তা’য়ালা দ্বীন নিরর্থক ও অগ্রহণীয় হওয়ার ব্যাপারে এ ধরনের কোন কথা কুরআন শরীফে বলেননি। এটা নির্দোষ পূত: পবিত্র আল্লাহর উপর তাঁর মূর্খ বান্দা আবুল আলার মিথ্যা অপবাদ।
افْتَرَى عَلَى اللهِ كَذِبًا
১৮। মওদুদী সাহেবের মতে হযরত মুয়াবিয়া (রাযি.)-এর যুগ থেকে হুকুমতের ভিত্তি ইসলামের স্থলে জাহিলিয়্যাতের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এ দীর্ঘকাল ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত ছিল না বলে তাঁর মতে ঐ সময়ের মুসলমানদের ঈমান, ইবাদত নিরর্থক। বাহ। কি জঘন্য মুফতী মওদূদী সাহেব।
১৯। আল্লাহ তা’য়ালা কোন নবী রাসূলকে মুখ্যত: হুকুমতে ইলাহিয়্যাহ কায়েম করার উদ্দেশ্যে প্রেরণ করেননি। এর কোন প্রমাণও কুরআন-হাদীসে বর্ণিত নেই। বরং হযরত নূহ (আ.), হযরত সালেহ (আ.), হযরত ইবরাহীম (আ.), হযরত লূত (আ.), হযরত ইসমাঈল (আ.), হযরত ইসহাক (আ.), হযরত ইয়াকুব (আ.), হযরত ইলিয়াস (আ.), হযরত ইউনুস (আ.) এবং হযরত ঈসা (আ.) সহ লক্ষাধিক নবী-রাসূলগণ রাষ্ট্র কায়েম করে যাননি এবং তার জন্যে তাঁরা কোন চেষ্টাও করেননি। কারণ, এ কাজের জন্য তারা আদিষ্ট হননি বা এ কাজের যিম্মাদারী দিয়ে তাঁদেরকে পাঠানো হয়নি। কিন্তু মওদুদী সাহেব বলেছেন আম্বিয়াগণের মিশনের মূল উদ্দেশ্য হুকুমতে এলাহিয়া কায়েম করা। এটা মওদুদী সাহেবের এমন এক তাগুতী দর্শন যা আজ পর্যন্ত কোন তাগুতও পেশ করতে পারেনি।
বাস্তবতা এই যে, নবী-রাসূলগণ তাঁদের নিজেদের উপর আরোপিত দায়িত্বকে পুরোপুরি পালন করেছেন। নবী মিশনের এমন কোন কাজ বাকী থাকেনি যা তাঁরা পূর্ণ করতে পারেননি। কিন্তু মওদুদী সাহেব হুকুমতে ইলাহিয়্যা নামে এক ভুয়া উদ্দেশ্য সৃষ্টি করে এবং একে নববী মিশনের
চূড়ান্ত লক্ষ্য বলে নিজের ভ্রান্ত মতবাদকে বাজারে চালু করার সাথে সাথে নবী, রাসূলগণকে নবুওয়াত ও রিসালাতের দায়িত্বে ব্যর্থ সাব্যস্ত করার জন্য এক জঘন্য চক্রান্তে মেতেছেন। তাই মাওদুদী সাহেব ও তাঁর অনুসারীদের ঈমানের প্রতি জাতি সন্দিহান।
২০। যেহেতু মওদুদী সাহেব বলেছেন, ‘আপনি যাকেই শাসক ও নিরঙ্কুশ রাষ্ট্রকর্তারূপে মেনে তার অধীনতা স্বীকার করবেন আপনি মূলতঃ তারই দ্বীন এর অন্তর্ভুক্ত হবেন-যদি এ শাসক গণতান্ত্রিক হয়, তবে আপনি সেই দ্বীনের অন্তর্গত গণ্য হবেন? সুতরাং মওদুদী সাহেবের এই ফতোয়া মতে যদি জামায়াত শিবির বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের অধীনে থেকে এদেশের নির্বাচনে অংশ নেয়, তবে তাঁরা মওদুদী সাহেবের মতাদর্শ অনুসারে মুসলমান থাকতে পারবে কি?
জেনে রাখা দরকার যে, ইসলাম এক পরিপূর্ণ দ্বীন। মানব জীবনের এমন কোন দিক নেই, সমস্যা নেই, যার সমাধান ইসলামে নেই। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক, রাষ্ট্রীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে সর্বক্ষেত্রে ইসলামী সমাধান রয়েছে। তবে ইসলামী আহকামাত এর শ্রেনী বিন্যাস রয়েছে। মূল দ্বীন ঈমান, ইবাদত ও আখলাক। অর্থাৎ কালিমা, নামায, রোযা, হজ্জ, যাকাত এই ইবাদতসমূহের যে মর্যাদা এবং অপরিহার্যতা, অন্যান্য শাখা-প্রশাখা সেরূপ নয়। যেমন ভাবে হার্ট, মাথা, পেট, পিঠ, চুল, দাড়ি সবই মানুষের অঙ্গ। তাই বলে কেউ চুল, দাড়িকে আসল মানুষ আখ্যা দিয়ে হার্ট, মাথা ও মুখমণ্ডলকে গৌণ অঙ্গ মনে করে না, কেউই পাসপোর্টে মুখমণ্ডলের স্থলে চুল দাড়ির ফটো ব্যবহার করে না। ঠিক তেমনি রাষ্ট্র সরকার বা প্রশাসনিক দিকটিকে মূল দ্বীন আখ্যা দিয়ে ঈমান, নামায, রোযা, হজ্ব, যাকাতকে গৌণ বিষয় বা ট্রেনিং কোর্স বলে প্রচার করা ইসলাম সম্পর্কে মূর্খতারই বহিঃপ্রকাশ।
কিন্তু পরিতাপের বিষয় এই যে, মওদূদী সাহেবের এরূপ মুর্খতাকেই অনেকে তার বিচক্ষণতা বা দূরদর্শিতা মনে করে বসে আছেন। আমি তাদের মুক্ত মনে ইসলাম অধ্যয়ন করতে অনুরোধ করছি। ১৪শত বছরের পাক- পবিত্র উলামায়ে কেরামের জামায়াতকে প্রত্যাখ্যান করে বিংশ শতাব্দীর এক উম্মাদের অন্ধ অনুসরণ করা ভাল মস্তিষ্কের মানুষের কাজ নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো
© All rights reserved © 2019 www.izharehaq.com
Theme Customized BY Md Maruf Zakir