গাজীপুর, ১৭ অক্টোবর ২০২৫:
কালিয়াকৈরে এক মাদরাসা ছাত্রী আশামনিকে অপহরণ করে তিনদিন ধরে ধর্ষণের মর্মান্তিক ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের উদ্যোগে আজ শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র জমিয়ত গাজীপুর মহানগরের সভাপতি শাহাদাত খানের নেতৃত্বে বের হওয়া মিছিলটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা কটাক্ষ করে বলেন, “মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”
বক্তারা আরও বলেন, “দেশে নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার কারণে এ ধরনের ভয়াবহ ঘটনা দিন দিন বেড়ে চলেছে। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, তবে সারাদেশব্যাপী ছাত্র জমিয়তের পক্ষ থেকে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের সভাপতি শাহাদাত খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ জনগণ প্রশাসনকে সচেতন করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।