গাজীপুর, ৪ অক্টোবর: জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ গাজীপুর সদর উপজেলার কাউন্সিল শনিবার ভবানীপুর কাসেমীনগর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি মাওলানা জাফর আহমাদ শাহতলী, সাধারণ সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন গাজী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা তারিফুল ইসলাম নির্বাচিত হন।
উপজেলা আহ্বায়ক মাওলানা জাফর আহমাদ শাহতলী সভাপতিত্বে এবং মুফতি শাহাদাত হোসাইন ও মাওলানা সালাহ উদ্দিন গাজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় জানানো হয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যারা রোজা ও পূজাকে একসাথে পালন করতে চায়, তারা ধর্মীয় সীমারেখা ভেঙে দিতে চায়। ইসলামের নীতি-আদর্শ ও আকীদার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়ত জেলা সভাপতি মুফতি মাসউদুল করীম কাসেমী বলেন, “জমিয়ত সবসময় কওমী উলামা ও দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষায় সোচ্চার থাকবে। ইসলামী ঐক্য মানে কোরআন ও সুন্নাহর পথে ঐক্য যেখানে আকীদা, আমল ও চিন্তার মিল থাকে। যারা ইসলামী আদর্শের বিরুদ্ধে কাজ করে, তাদের সঙ্গে কখনো ঐক্য হতে পারে না।”
যুগ্ম মহাসচিব ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী বলেন, “আজ মুসলমানরা চরম সঙ্কটে আছে। জমিয়তের লক্ষ্য হলো আলেম সমাজকে ঐক্যবদ্ধ করা এবং দেশের জনগণকে দীনমুখী করা। প্রতিষ্ঠাতা হযরত হুসাইন আহমদ মাদানীর দাওয়াত অনুযায়ী আল্লাহর দীনকে মানুষের মাঝে প্রতিষ্ঠা করা আমাদের প্রধান লক্ষ্য।”
বিশেষ অতিথি মুফতি নাছির উদ্দিন খান বলেন, “আজকের কাউন্সিল শুধুমাত্র একটি সভা নয়, এটি আলেম সমাজের ঐক্যের অঙ্গীকার। গাজীপুর থেকে ইনশাআল্লাহ আমরা দীন ও ন্যায় প্রতিষ্ঠার শপথ নিচ্ছি।”
অন্যান্য নেতৃবৃন্দ মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি নিজামুদ্দীন, মুফতি আবু বকর সিদ্দীক মোড়ল, মুফতি মাহফুজুর রহমান, মুফতি হাসান আহমেদ, মুফতি মাহীদুল ইসলাম, মুফতি আতাউল্লাহ কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুর রশীদ ও মাওলানা আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। তারা সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, ইসলামী শিক্ষা বিস্তার ও দ্বীনদার নেতৃত্ব তৈরির আহ্বান জানান।