ফরিদপুর: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, সমালোচনা ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলের আদর্শকে অটুট রেখে নেতাকর্মীদের সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে হবে। তিনি আরও বলেন, রাজনীতির মাঠে শক্ত অবস্থান চাইলে ওয়ার্ড পর্যায় থেকে দলকে সুসংগঠিত করতে হবে এবং এই ক্ষেত্রে কোন প্রকার অলসতা বা কৃপণতা গ্রহণযোগ্য নয়।
শনিবার (৪ অক্টোবর) ফরিদপুর জেলা জমিয়ত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দল প্রত্যেক নেতা ও কর্মীর কাছ থেকে সময় ও কুরবানী চায়। আসুন, আমরা যারা জমিয়ত করি সবাই দলের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করি।”
সম্মেলনে ফরিদপুর জেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল কাইযূমের পরিচালনায় বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট আলেম মাওলানা হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় সদস্য ও রাজবাড়ী জেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা মামূন আব্দুল্লাহসহ জেলা, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে জেলার প্রতিটি উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মহাসচিব মাওলানা আফেন্দী ফরিদপুর জেলা জমিয়তকে সুন্দর আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, সূচনাকাল থেকেই জমিয়ত ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে কর্মপন্থা নির্ধারণ করে আসছে এবং এই নীতি এখনও দল অনুসরণ করছে।