বাঁকুড়া জেলা জমিয়তে উলামার নির্বাচনী সভায় নতুন কমিটি গঠন
বাঁকুড়া জেলা জমিয়তে উলামার ২০২৫–২০২৮ মেয়াদের নির্বাচনী সভা কাঁটাদীঘি মাদ্রাসা ইসলামিয়া খলিলিয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভার বিশেষ অতিথি ও পর্যবেক্ষক ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহेब।
সভায় জেলার বিভিন্ন শাখা থেকে আলেম, শিক্ষক ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। উক্ত নির্বাচনী অধিবেশনে গত তিন বছরের সংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আলোচনা এবং দলের অগ্রগতি বিষয়ক মতামত বিনিময় করা হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৮)
- সভাপতি: সেখ মাজাহারুল ইসলাম সাহেব
- সহ-সভাপতি: মাওলানা রেজাউল হক সাহেব
- সহ-সভাপতি: হাফিজ সাব্বির আহমেদ সাহেব
- সহ-সভাপতি: হাফিজ আতিকুর রহমান সাহেব
- সহ-সভাপতি: আব্দুস শুকুর মল্লিক সাহেব
- সম্পাদক: হাফিজ আকিল আহমাদ সাহেব
- সহ-সম্পাদক: আবু তাহের খান সাহেব
- সহ-সম্পাদক: নিয়ামত আলী মণ্ডল সাহেব
- সহ-সম্পাদক: হাজী নাজিমুদ্দিন সাহেব
- সহ-সম্পাদক: আমীর আলী মণ্ডল সাহেব
- কোষাধ্যক্ষ: হাজী সেখ শামসুজ্জোহা সাহেব
সভায় মুফতি আব্দুস সালাম সাহেব বলেন, “জমিয়তে উলামা সর্বদা সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কাজ করেছে। আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ইসলামী দাওয়াতের প্রচার আরও সুসংহত হবে।”
সভা শেষে নবনির্বাচিত সভাপতি সেখ মাজাহারুল ইসলাম সাহেব সকলের সহযোগিতা কামনা করে সংগঠনের কার্যক্রমকে সক্রিয় ও ফলপ্রসূ করার সিদ্ধান্ত জানান। তিনি বিশেষ করে স্থানীয় মাদ্রাসা, দাওয়াতি কর্মসূচি ও সমাজসেবামূলক কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত নির্বাচনী সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁদের জন্য দোয়া ও সমর্থন প্রকাশ করেন।